আজকাল ওয়েবডেস্ক: ঋষভ পন্থ না ধ্রুব জুরেল? ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের প্রথম একাদশে উইকেটের পেছনে কাকে দেখা যাবে সেই নিয়ে চর্চা চলছিল। চোট সারিয়ে দীর্ঘদিন পর ফিরছেন পন্থ। অন্যদিকে দুরন্ত ফর্মে জুরেল। শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে শতরান। এমন ফর্মে থাকা একজন ক্রিকেটারকে কিভাবে বাদ দেওয়া সম্ভব? সমস্যার সমাধান করে দিলেন টিম ইন্ডিয়ার সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। জানান, দু'জনেই ইডেন টেস্টের প্রথম একাদশে থাকবে। ইংল্যান্ড সফরে শেষবার লাল বলের ক্রিকেটে দেখা যায় ঋষভ পন্থকে। কেরিয়ারের সেরা ফর্মে আছেন জুরেল। এই পরিস্থিতিতে তাঁকে বাদ দেওয়ার কথা ভাবাও যায় না।
ফর্মে থাকা প্লেয়ারদের জাতীয় দলে সুযোগ দিতে অসুবিধা হওয়ার কথা নয়। তবে দু'জন উইকেটকিপারকে একই দলে রাখা কঠিন। ভারতের সহকারী কোচ মনে করেন, এই সমস্যার সমাধান সম্ভব। দুশখাতে বলেন, 'সংক্ষিপ্তভাবে বলতে চাই, আমার মনে হয় না জুরেলকে এই টেস্ট থেকে বাদ দেওয়া সম্ভব। তবে ১১ জনের বেশি বাছা যাবে না। তাই কাউকে না কাউকে বাদ যেতেই হবে। আমাদের কম্বিনেশন সম্বন্ধে ধারণা আছে। শেষ ছয় মাসে যেভাবে ব্যাট করেছে, অনবদ্য। গত সপ্তাহে বেঙ্গালুরুতে জোড়া শতরান করেছে। ওর খেলা নিশ্চিত।'
ভারতীয় দলে একাধিক স্পিনার। তালিকায় রয়েছেন কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর। দলের একনম্বর স্পিনার হলেও ইংল্যান্ড সফরে ছিলেন না কুলদীপ। কিন্তু ঘরের মাঠে খেলার সম্ভাবনা বেশি। তিনজন স্পিন বোলিং অলরাউন্ডারের মধ্যে কারা খেলবে, সেই বিষয়ে খোলসা করতে চাননি টিম ইন্ডিয়ার সহকারী কোচ। তবে পন্থ এবং জুরেলকে নিয়ে কোনও দোটানা নেই। দুশখাতে বলেন, 'ওয়াশি, অক্ষর, জাড্ডুর মধ্যে আমার মনে হয় সবাই ব্যাটার। তাই আমাদের হাতে বিকল্প রয়েছে। তবে ঋষভ এবং ধ্রুবকে ইডেন টেস্টে খেলতে না দেখলে অবাক হব।' সুতরাং, পরিস্থিতি যা তাতে সাই সুদর্শনকেই হয়তো বসানো হবে। তাঁর জায়গায় খেলবেন জুরেল।
