আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গিহানার পর ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্কে আরও অবনতি হয়েছে। যার প্রভাব পড়ছে ক্রিকেট মাঠেও। দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। দুই দেশের মধ্যে ক্রিকেট আপাতত বন্ধ। তবে অন্যান্য খেলাধুলো চালু আছে। তবে এখানেও বিপত্তি। অনূর্ধ্ব-১৬ ডেভিস কাপে পাকিস্তানের প্রতিপক্ষকে হারানোর পর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে পাকিস্তানের প্লেয়ারকে ভারতীয় প্রতিপক্ষের সঙ্গে আগ্রাসী হতে এবং দুর্ব্যবহার করতে দেখা যায়। শনিবার কাজাকিস্তানে অনূর্ধ্ব-১৬ এশিয়া ওশেনিয়া জুনিয়র ডেভিস কাপের ১১তম স্থানের প্লে অফ ম্যাচে পাকিস্তানকে ২-০ তে হারায় ভারত। সিঙ্গলসে স্টেট সেটে জেতেন প্রকাশ সরণ এবং তাভিশ পাহওয়া।
জয়ের তিনদিন পর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে ভারতীয় প্রতিপক্ষের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব দেখাতে দেখা যায় পাকিস্তানের প্লেয়ারকে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতেও মাথা ঠাণ্ডা রাখার জন্য নেটমাধ্যমে ভারতীয় প্লেয়ারকে বাহবা জানানো হচ্ছে। ঘটনাটি ঘটে ম্যাচের শেষে। প্রথা অনুযায়ী খেলার পর হ্যান্ডশেক করার জন্য দুজনই নেটের কাছে এগিয়ে যায়। কিন্তু প্রথমে হাত মেলায়নি পাকিস্তানি প্রতিপক্ষ। পরে তাচ্ছিল্যের ভঙ্গিতে হ্যান্ডশেক করেন। কিন্তু মেজাজ হারাননি ভারতীয় প্লেয়ার। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের জন্য নেটের সামনেই অপেক্ষা করেন। পহেলগাঁওয়ে জঙ্গিহানা এবং অপারেশন সিঁদুরের প্রভাব সরাসরি ক্রীড়াক্ষেত্রে পড়েছে। যার জেরে এক সপ্তাহ বন্ধ থাকে আইপিএল। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর আবার শুরু হয় কোটিপতি লিগ। কিন্তু এবার দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের ছায়া টেনিস কোর্টেও।
