আজকাল ওয়েবডেস্ক:‌ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে টানা হার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টি২০ ম্যাচেও হার। পাকিস্তান ক্রিকেটের হলটা কী?‌ 


মঙ্গলবার সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচেও ৫ উইকেটে হারতে হয়েছে পাকিস্তানকে। বাবর, রিজওয়ানদের মতো সিনিয়রদের না নিয়ে মূলত জুনিয়রদের নিয়ে দল গড়া হয়েছে। সিনিয়রদের মধ্যে হ্যারিস রউফ, শাহিন আফ্রিদিরা থাকলেও দলকে জেতাতে ব্যর্থ। এরই মধ্যে সাংবাদিক সম্মেলনে এসে মেজাজ হারিয়ে ফেললেন পাক পেসার হ্যারিস রউফ। 


সাংবাদিক সম্মেলনে মঙ্গলবার এসেছিলেন হ্যারিস। এসেই তিনি বলে দেন, এখন দেশের সবাই পাকিস্তানের হারের জন্য বসে থাকে। কারণ তাহলেই সমালোচনা করা যাবে ক্রিকেটারদের। হ্যারিসের কথায়, ‘‌পাকিস্তানে এখন ক্রিকেটারদের সমালোচনা করাটা সাদামাটা ব্যাপার হয়ে গেছে। এটা দেখুন দলে বেশ কিছু নতুন ক্রিকেটার এসেছে। অন্য দলগুলোর দিকে তাকিয়ে দেখুন যেখানে তরুণদের স্বাধীনতা দেওয়া হয়।’‌ 


হ্যারিসের কথায়, ‘‌অন্তত ১০–১৫ ম্যাচ তরুণদের সুযোগ দিন। আন্তর্জাতিক ক্রিকেটে একেবারে নতুন হলে মানিয়ে নিতে সময় তো লাগবেই। পাকিস্তানে এটা এখন জলভাত হয়ে গেছে। মানুষ আমাদের হারের অপেক্ষা করে থাকে।’‌ 


মঙ্গলবারের ম্যাচে কিউয়ি ব্যাটার সেইফার্ট অতি আক্রমণাত্মক ইনিংস খেলেন। শাহিন আফ্রিদির এক ওভারে চার চারটে ছক্কা হাঁকান তিনি।