আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দল পাকিস্তানে যাবে কিনা এখনও জানা নেই। সবটাই ভারত সরকারের ওপর নির্ভর করছে। এখনও কেন্দ্রীয় মন্ত্রকের সবুজ সংকেত মেলেনি। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি খতিয়ে দেখতে আইসিসির একটি প্রতিনিধি দল পাকিস্তানে যাচ্ছে। এবার এই নিয়ে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মঈন খান। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কঠোর হতে বললেন তিনি। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মনে করেন, এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত ভারতের কিংবদন্তি ক্রিকেটারদের। রাজনীতির থেকে খেলাকে আলাদা রাখার বার্তা দিলেন তিনি। মঈন বলেন, 'শচীন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, কপিল দেব, রাহুল দ্রাবিড়দের উচিত ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তাদের বোঝানো। রাজনীতির সঙ্গে খেলাকে মিলিয়ে ফেলা উচিত না। রাজনৈতিক কারণে ক্রিকেটের ক্ষতি হওয়া কাম্য নয়। ক্রিকেট ভক্তরা ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য মুখিয়ে থাকবে।'
এই বিষয়ে আইসিসির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মঈন। দাবি করেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্তকে অমান্য করা উচিত নয় ভারতীয় ক্রিকেট বোর্ডের। এই প্রসঙ্গে মঈন বলেন, 'আইসিসির প্রতি কমিটমেন্ট রাখা উচিত ভারতীয় বোর্ডের। যদি ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলতে আসে, তাহলে ভবিষ্যতে ভারতে কোনও টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়েও ভাবনাচিন্তা করা উচিত পাকিস্তানের।' বর্তমান পরিস্থিতি অনুযায়ী ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার সম্ভাবনা কম। ২০০৬ সালের পর থেকে পাকিস্তানে খেলতে যায়নি ভারতীয় ক্রিকেট দল। দুই দেশের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজও হয়নি। তবে আইসিসি টুর্নামেন্টে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ।
