আজকাল ওয়েবডেস্ক: টাইগার কে? পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদির প্রশ্ন। বাংলাদেশের ক্রিকেট দলের ডাক নাম যে টাইগার, তা জানা ছিল না আফ্রিদির। তাই এক পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নের জবাবে শাহিন আফ্রিদি জিজ্ঞাসা করে বসেন, ''টাইগার কৌন?'' বিষয়টা পরিষ্কার হওয়ার পরে তিনি বলেন, ''আচ্ছা, সরি।''
এশিয়া কাপের সুপার ফোরে আজ ভারত বনাম বাংলাদেশ ম্যাচ। মঙ্গলবার শ্রীলঙ্কাকে হারিয়েছে পাকিস্তান। ভারত-বাংলাদেশ ম্যাচের ফলাফলের উপরে অনেক কিছু নির্ভর করছে পাকিস্তানের। বৃহস্পতিবার পাকিস্তান ও বাংলাদেশের লড়াই। সেই ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণও বটে।
এশিয়া কাপে ভারতকে রোখা কঠিন। এখনও পর্যন্ত সূর্যকুমার যাদবের দল চ্যাম্পিয়নের মতোই খেলছে। বাকি দলগুলো অনেক পিছিয়ে বলেই মনে করা হচ্ছে। সুপার ফোরে পাকিস্তানকে মাটি ধরানোর পরে বুধবার ভারতের সামনে বাংলাদেশ। সেই ম্যাচও কি একপেশে হবে? বাংলাদেশের কোচ ফিল সিমন্স অন্যরকম ভাবনা চিন্তা করছেন। তিনি মনে করেন, টুর্নামেন্টের যে কোনও দলেরই ভারতকে হারানোর ক্ষমতা রয়েছে। বাংলাদেশও ব্যতিক্রম নয়। বাংলার বাঘেরাও হারিয়ে দিতে পারে ভারতকে।
আরও পড়ুন: ছয় ছক্কায় সব রেকর্ড তছনছ করে দিলেন বৈভব, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাণ্ডব ১৪ বছরের ব্যাটারের...
ভারত এখনও পর্যন্ত অপরাজিত এশিয়া কাপে। কোনও দলই ভারতকে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পেলতে পারেনি। সিমন্স অন্যরকম চিন্তাভাবনা করছেন। তিনি বলছেন, ''ভারতকে হারানোর ক্ষমতা রয়েছে সব দলেরই। নির্দিষ্ট দিনে যে ভাল খেলবে, সেই ম্যাচ জিতবে। ভারত আগে কী করেছে তা নিয়ে ভেবে লাভ নেই। বুধবার কী হবে, তার উপরে নির্ভর করবে সব। ওই সাড়ে তিন ঘণ্টায় কে কেমন খেলে, তার উপরে নির্ভর করছে সব। আমরা নিজেদের সেরাটা তুলে ধরার চেষ্টা করব। ভারতের ভুল ভ্রান্তির সুযোগ নেওয়ার চেষ্টা করব। এভাবে আমাদের ম্যাচ জিততে হবে।''
"Who are the Tigers? Bangladesh! Oh, I see, sorry." — As if Shaheen Afridi doesn't even recognize Bangladesh!#BANvPak #AsiaCupT20 @iShaheenAfridi pic.twitter.com/SzmCaVcmWq
— Cricfrenzy.com (@Cricfrenzylive)Tweet by @Cricfrenzylive
এখনও পর্যন্ত ভারত ও বাংলাদেশের মধ্যে ১৭ বার সাক্ষাৎ হয়েছে টি-টোয়েন্টিতে। তার মধ্যে মাত্র একবারই জিতেছে। সেই জয় বাংলাদেশ পেয়েছে দ্বিপাক্ষিক সিরিজে। মাল্টিন্যাশনাল টুর্নামেন্টে ভারত ধরাছোঁয়ার বাইরে। বাংলাদেশকে অসাধ্যসাধন করতে হলে নিজেদের উপরে বিশ্বাস রাখতে হবে। সিমন্স মনে করেন, টাইগারদের সেই বিশ্বাস আছে। প্রাক্তন ক্যারিবিয়ান তারকা বলছেন, ''বিশ্বাস তো থাকতেই হবে। আমাদেরও সুযোগ রয়েছে বলে বিশ্বাস করি। ম্যাচ চলাকালীন সুযোগ সুবিধা এলে তার সদ্ব্যবহার করতে হবে আমাদের। সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারলে আমাদের জয়ের সম্ভাবনা রয়েছে ভারতের বিরুদ্ধে।''
আরও পড়ুন: ভারতই চ্যাম্পিয়ন, এই উঠতি তারকাকে সেরা টি-২০ প্লেয়ারের তকমা দিলেন পূজারা...
