আজকাল ওয়েবডেস্ক: চেন্নাইয়ে হবে ২০২৫ সালের এফআইএইচ পুরুষদের জুনিয়র হকি বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান হকি ফেডারেশন। দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলেনি। নিরাপত্তা নিয়ে উদ্বেগের জন্যই রাজগিরে অনুষ্ঠিত এশিয়া কাপ থেকে নাম তুলে নিয়েছে পাকিস্তান। তার পরই সে দেশের হকি ফেডারেশন জুনিয়র হকি দলকেও ভারতে খেলতে পাঠাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান হকি ফেডারেশনের সভাপতি তারিক বুগতি বলেন, ''পাকিস্তানের জুনিয়র হকি দল হকি বিশ্বকাপে অংশ নেবে না। বর্তমান পরিস্থিতিতে, আমরা ভারত সফরে যেতে পারছি না।"
দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন বুগতি। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের টানাপোড়েনের জন্যই এশিয়া কাপ খেলতে ভারতে যাওয়া একেবারেই অসম্ভব ছিল। বর্তমান পরিস্থিতিতে, আমরা এখন বা ভবিষ্যতে ভারতে সফর করতে যেতে পারব না। ভারতীয় ক্রিকেট দল যদি পাকিস্তানে আসতে না পারে, তাহলে পাকিস্তানের হকি দলও ভারতে যেতে পারবে না।''
আরও পড়ুন: 'ব্যারেটো থুতু দেবে ভাবিনি কখনও', সবুজ তোতার জন্মদিনে বিতর্কিত ডার্বি নিয়ে মুখ খুললেন মাধব
এর আগে এশিয়া কাপ হকি থেকে নাম তুলে নেয় পাকিস্তান ও ওমান। নিরাপত্তার কারণ দেখিয়ে এশিয়া কাপ খেলছে না পাকিস্তান। এই দুই দেশ নাম তুলে নেওয়ায় বাংলাদেশ ও কাজাখস্তানকে স্বাগত জানানো হয় টুর্নামেন্টে।
হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ তিরকে নিশ্চিত করে জানান, নিরাপত্তার কারণ দর্শিয়ে পাকিস্তান নিজেদের সরিয়ে নিয়েছে টুর্নামেন্ট থেকে। দিলীপ তিরকে সংবাদ সংস্থাকে বলেছেন, ''এশিয়ান হকিতে এশিয়া কাপ খুবই গুরুত্বপূর্ণ। নিরাপত্তার অজুহাতে পাকিস্তান আসছে না এই টুর্নামেন্ট খেলতে। সরকারের সঙ্গে ব্যক্তিগত কারণের জন্য ওমানও দল পাঠাচ্ছে না।''
তিরকে আরও জানান, এশিয়া কাপে খেলছে না পাকিস্তান। পাকিস্তান হকি ফেডারেশন দল পাঠাতে চাইছে না নিরাপত্তার কারণে। আমাদের তরফ থেকে কিছু বলা হয়নি। পাকিস্তান তিনবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন। ১৯৮২ থেকে ১৯৮৯-এর মধ্যে অনুষ্ঠিত এশিয়া কাপ তিনবার জিতে নিয়েছে তারা। বর্তমানে পাকিস্তান ১৫ নম্বরে। ওমান তিনবার অংশ নিয়েছে টুর্নামেন্টে। কখনও পঞ্চম, কখনও তারও নীচে শেষ করেছে।
পাকিস্তান ও ওমানের পরিবর্তে বাংলাদেশ ও কাজাখস্তান খেলবে। বিশ্ব ক্রমপর্যায়ে বাংলাদেশ ২৯ নম্বরে। কাজাখস্তান আরও পিছনে। বিশ্ব ক্রমপর্যায়ে ৮১ নম্বরে। ১৯৯৪-এর পর প্রথমবার এশিয়া কাপে অংশ নেবে কাজাখস্তান। এশিয়া কাপের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। হরমনপ্রীত দলকে নেতৃত্ব দেবেন। টুর্নামেন্ট হবে রাজগিরে। এদিকে এশিয়া কাপে ভারত দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে।
এশিয়া কাপ ও জুনিয়র হকি টুর্নামেন্ট নিয়ে অনিশ্চয়তার বাতাবরণে পাকিস্তান না এলেও এশিয়া কাপ ক্রিকেট নিয়ে কোনও সমস্যা নেই। এশিয়া কাপ হকি নিয়ে টালবাহানা চলল টুর্নামেন্টের বল গড়ানোর আগেই। কিন্তু এশিয়া কাপ ক্রিকেটে টুর্নামেন্ট খেলব না, এই মর্মে কেউ বক্তব্য পেশ করেনি। টুর্নামেন্টও হচ্ছে নিরপেক্ষ ভেন্যুতে। এশিয়া কাপ ক্রিকেট শুরু হওয়ার আগে যে বিষয়টা নিয়ে চর্চা বেশি হচ্ছে, তা হল ভারত-পাক ম্যাচ। ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপের সবথেকে উত্তেজক ম্যাচ। কিন্তু পহেলগাঁওয়ের ঘটনার পর থেকে দুই প্রতিবেশী দেশের সম্পর্কের আরও অবনতি ঘটেছে। সেই কারণে বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার কিন্তু চান না এশিয়া কাপে ভারত মুখোমুখি হোক পাকিস্তানের। কেদার যাদবের মতো প্রাক্তন ক্রিকেটার আগেই বলে দিয়েছেন, এই ম্যাচ হবে না। এশিয়া কাপ হকি থেকে আগেই সরে দাঁড়াল পাকিস্তান।
