আজকাল ওয়েবডেস্ক: এগিয়ে আসছে এশিয়া কাপ। এশিয়া কাপের বল গড়াচ্ছে ৯সেপ্টেম্বর। ফাইনাল ২৮ সেপ্টেম্বর। মোট আটটি দেশকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তানের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
১০ সেপ্টেম্বর ভারতের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। ভারত-পাক ম্যাচ ১৪ সেপ্টেম্বর। গ্রুপ পর্ব থেকে দুই প্রতিবেশি দেশ সুপার ফোরে পৌঁছবে বলেই বিশ্বাস ক্রিকেটপ্রেমীদের। দুই দেশের যা শক্তি, তাতে সব ঠিকঠাক থাকলে ফাইনালেও দেখা হতে পারে ভারত ও পাকিস্তানের।
ভারত-পাক ম্যাচ মানে আবেগের ফুটন্ত কড়াই। টেলিভিশনের সেরা বক্স অফিস। আসন্ন লড়াই সম্পর্কে ওয়াসিম আক্রম বলছেন, ''এই ম্যাচগুলো দুর্দান্ত হবে বলেই আমি বিশ্বাস করি। বিনোদনের উপকরণ থাকবে। তবে দু'দেশের সমর্থকদের কাছে অনুরোধ তারা যেন সীমা অতিক্রম না করে। শৃঙ্খলাপরায়ণ থাকে।''
২০১৩ সালে শেষ বার দুই প্রতিবেশি দেশ দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল। তার পরে বিশ্বকাপে এবং এশিয়া কাপে দুই দেশের সাক্ষাৎ হয়েছে। আসন্ন লড়াইয়ের আগে ওয়াসিম আক্রম বলছেন, ''সাম্প্রতিক কালে ভারতই ভাল ফর্মে রয়েছে। ওরাই ফেভারিট। কিন্তু নির্দিষ্ট দিনে যে দল নার্ভ শান্ত রাখবে, সেই দলই ম্যাচ জিতবে।''
আরও পড়ুন: কেরলে মেসিদের প্রতিপক্ষ কোন দল? ২০ কিমি রোড শোয়ের আয়োজন, যুবরাজ-বরণের জন্য তৈরি হচ্ছে কেরল...
তবে এশিয়া কাপে ভারত-পাক লড়াইয়ের আগে টিম ইন্ডিয়া শিবিরকে একপ্রকার হুমকি দিলেন হ্যারিস রউফ। রউফ বলে দিলেন, তাঁরাই জিতছেন।
এদিকে, এশিয়া কাপে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে নিয়ে স্বপ্ন দেখছে গোটা দেশ। কিন্তু পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাজিদ খান জানিয়েছেন, বিভিন্ন দেশের বিরুদ্ধে সূর্যকুমার যাদব রান পেলেও পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু তিনি কার্যকরী ভূমিকা অবলম্বন করতে পারেননি।
এশিয়া কাপে ভারত দল ঘোষণা করেছে। সূর্যকুমার যাদব অধিনায়ক। সহ-অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। বাজিদ খান পি টিভি-তে ভারতীয় দল নিয়ে কাটাছেঁড়া করছিলেন। সেই সময়ে তাঁকে বলতে শোনা গিয়েছে, ''ভারতের সব প্লেয়ারই এককথায় দুর্দান্ত। এমন কেউ নেই যার সম্পর্কে বলা যায় যে দক্ষতা নেই। রোহিত শর্মা ও বিরাট কোহলি যে তীব্রতা এনে দেয় দলে, সেটা ভারত মিস করবে।''
সূর্যকুমার যাদবের রেকর্ডের কথা উল্লেখ করেছেন বাজিদ খান। তিনি বলছেন, ''প্রায় সব দলের বিরুদ্ধেই সূর্যকুমার যাদব রান পেয়েছে। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যে কোনও কারণেই হোক সূর্যকুমার যাদব কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারে না। পেস আক্রমণ হোক বা অন্য কোনও কারণ, এটা ঘটনা পাকিস্তানের বিরুদ্ধে রান পায় না সূর্যকুমার।'' 
 
 বাজিদ খান বললেও ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ কিন্তু সূর্যকে নিয়ে আশাবাদী। টি-টোয়েন্টি ফরম্যাটে সূর্যর নেতৃত্ব পছন্দ দেশের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগের। সূর্যর ভয়ডরহীন ক্যাপ্টেন্সর জন্যই বীরু মনে করছেন এবারের এশিয়া কাপ জিতবে ভারত।
আরও পড়ুন: ‘আমরা আর ভিক্ষা করব না’, এশিয়া কাপের আগে নতুন করে নাটক শুরু করল পাকিস্তান ক্রিকেট বোর্ড...
