আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপ হকিতে অনিশ্চিত পাকিস্তান। জাতীয় ফেডারেশন সরকারের নির্দেশিকার জন্য অপেক্ষা করলেও, পহেলগাঁওয়ে জঙ্গিহানায় পর তাঁদের ভারতে এসে খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বিহারের রাজগিরে ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ। টুর্নামেন্টের ১২তম সংস্করণে অংশ নেওয়ার কথা ভারত, পাকিস্তান, জাপান, কোরিয়া, চীন, মালয়েশিয়া, ওমান এবং চীনা তাইপের। এই টুর্নামেন্ট পরের বছর নেদারল্যান্ড এবং বেলজিয়ামে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্ব।
হকি ইন্ডিয়ার সচিব ভোলানাথ সিং বলেন, 'এত আগে থেকে কিছু বলা যাচ্ছে না। তবে এই বিষয়ে আমরা সরকারের নির্দেশিকা মেনে চলব। যা অতীতেও হয়েছে। পহেলগাঁওয়ে জঙ্গিহানা এবং অপারেশন সিঁদুরের পর আগাম ভবিষ্যদ্বাণী করা যাচ্ছে না। এখনও প্রায় তিন মাস বাকি আছে। তবে সরকারের সিদ্ধান্ত মেনে আমরা এগোব। এই বিষয়ে কোনও দ্বিমত নেই।' ফেডারেশনের এক সূত্র বলেন, 'সরকার সবুজ সঙ্কেত না দিলে, পাকিস্তান ভারত আসবে না। সেই সময় সরকারের অবস্থানের ওপর নির্ভর করবে।' শেষপর্যন্ত পাকিস্তান অংশ না নিলে, ছয় দলের টুর্নামেন্ট হতে পারে। বা অন্য কোনও দলকে নিয়ে আসা হতে পারে। সবটাই এশিয়ান হকি ফেডারেশনের ওপর নির্ভর করছে। ২০১৬ সালে পাঠানকোট এয়ারবেসে আক্রমণের পর ভারতে জুনিয়র বিশ্বকাপ খেলতে আসেনি পাকিস্তান। সেই ইভেন্টে পাকিস্তানের বদলে অংশগ্রহণ করে মালয়েশিয়া। এবারও তেমন কিছু হতে পারে।
