আজকাল ওয়েবডেস্ক:‌ নতুন দায়িত্বে এলেন সরফরাজ আহমেদ। প্রাক্তন পাক অধিনায়ককে দেখা যাবে পাকিস্তান শাহিনস এবং অনূর্ধ্ব–১৯ দলের ডিরেক্টর হিসাবে। গত বছর থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত সরফরাজ। তিনি এখন দুই দলেরই সমস্ত কার্যক্রম সামলাবেন।


পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থা পিটিআই’কে বলেছে, ‘‌সরফরাজ পাকিস্তান শাহিনস এবং জুনিয়র দলের ডিরেক্টর হিসাবে দায়িত্ব নেবেন। প্রয়োজনে দলের সঙ্গে দেশের বাইরে সফরও করবেন।’‌ সংবাদমাধ্যম সূত্রে খবর, দুই দলের কোচ, নির্বাচক এবং সাপোর্ট স্টাফরা এখন থেকে সরাসরি সরফরাজের কাছে রিপোর্ট করবেন। দল পরিচালনার ব্যাপারে নেতৃত্ব দেবেন তিনিই।


পিসিবি’র ওই সূত্র জানিয়েছে, ‘‌দুই দলের জন্য কোচ বা সাপোর্ট স্টাফ নিয়োগের ক্ষেত্রে যে কোনও সিদ্ধান্তের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নেবেন সরফরাজ।’‌ এটা ঘটনা, পরামর্শদাতা হিসাবে পিসিবিতে যোগ দিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। এরপর অধুনা বিলুপ্ত চ্যাম্পিয়ন্স কাপে তাঁকে উপদেষ্টা হিসাবে নিযুক্ত করা হয়।


প্রাক্তন উইকেটরক্ষক–ব্যাটার উদীয়মান ক্রিকেটারদের সঙ্গে কাজ করার ব্যাপারে বেশি আগ্রহী ছিলেন। উল্লেখ্য, তাঁর অধিনায়কত্বে পাকিস্তান টানা ১১টি টি–টোয়েন্টি সিরিজে জয় পেয়েছিল। শুধু তাই নয়, পাকিস্তান ৫ বার দ্বিপাক্ষিক সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে তাঁর আমলে। সরফরাজের নেতৃত্বেই ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। সেটাই ছিল পাকিস্তানের সর্বশেষ আইসিসি শিরোপা জয়। এখন দেখার, নতুন দায়িত্ব নিয়ে তিনি কতটা সাফল্য এনে দিতে পারেন।