আজকাল ওয়েবডেস্ক: শর্তসাপেক্ষে বাবর, রিজওয়ানদের অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ খেলার অনুমতি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পাক ক্রিকেট বোর্ড জানিয়েছে, তিন ক্রিকেটারকে ৪ জানুয়ারি অবধি অন্য একটি বিদেশি লিগে খেলার অনুমতি দেওয়া হয়েছে।
পিসিবি ক্রিকেটারদের স্পষ্ট বলে দিয়েছে, জাতীয় দলের খেলা বাদ দিয়ে বিদেশের লিগে খেলা যাবে না। এই শর্তেই অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের খেলার ছাড়পত্র দিয়েছে পিসিবি। পাক সংবাদমাধ্যম জানিয়েছে, ১৪ ডিসেম্বর থেকে ২৮ জানুয়ারি বিগ ব্যাশ লিগে পাকিস্তানের ক্রিকেটাররা খেলতে পারবেন। কিন্তু জানুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে দলে যাঁরা থাকবেন, তাঁদের সেই সময় ফিরে আসতে হবে পাকিস্তানের হয়ে খেলার জন্য।
জানা গেছে, পাকিস্তান–শ্রীলঙ্কা টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ৭ জানুয়ারি। তিন ম্যাচের সিরিজের পরের দু’টি ম্যাচ হবে ৯ এবং ১১ জানুয়ারি। আগামী টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তান। সিরিজের আগে পাকিস্তানের প্রস্তুতি শিবিরেও যোগ দেওয়া নির্বাচিত ক্রিকেটারদের জন্য বাধ্যতামূলক বলে জানিয়েছে পিসিবি।
এটা ঘটনা, পাকিস্তানের বেশ কয়েক জন ক্রিকেটারের খেলার কথা অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি–টোয়েন্টি লিগে। বাবর, রিজওয়ান ছাড়া তালিকায় রয়েছেন শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, শাদাব খান এবং হাসান আলি। অন্য আইএল টি–টোয়েন্টি লিগে খেলার কথা ফখর জামান, নাসিম শাহ এবং হাসান নওয়াজের। তাঁদের ৪ জানুয়ারি পর্যন্ত খেলার অনুমতি দেওয়া হয়েছে পিসিবি’র তরফে।
