আজকাল ওয়েবডেস্ক: একসময়ে মিগুয়েলরবসন রবিনহো একই দলের হয়ে খেলতেন। বাংলাদেশের বসুন্ধরা কিংসে দুই ব্রাজিলীয় ফুটবলার ফুল ফুটিয়েছেন

সময়ের নিয়মে দুই তারকা ফুটবলারের ঠিকানা বদলেছেমিগুয়েল আগেই ইস্টবেঙ্গলে সই করেছেন। ডুরান্ড কাপেও মিগুয়েলের সাম্বা-ঝলক দেখা গিয়েছে। আজ শনিবার মোহনবাগান সুপারজায়ান্টের তরফ থেকে ঘোষণা করা হয়েছে রবসন রবিনহো সই করেছেন সবুজ-মেরুনে

ডার্বিতে দুই ব্রাজিলীয়র লড়াই দর্শক টানবে। দুই দলের সমর্থকদের ফিরিয়ে নিয়ে যাবে পুরনো সময়েএকসময়ে মোহনবাগানের প্রাণভোমরা ছিলেন হোসে রামিরেজ ব্যারেটোইস্টবেঙ্গলে খেলেছেন ডগলাস দ্য সিলভা, এডমিলসনের মতো তারকারাডার্বিতে তাঁদের লড়াইটাও ছিল দেখার মতো। বহু বছর পরে সেই আমেজ আবার ফিরবে কলকাতায়

আরও পড়ুন: সোমবারই শহরে রবসন, ঘোষণা করল মোহনবাগান

বসুন্ধরার জার্সিতে খেলার সময়ে মিগুয়েলের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন রবসন। তাঁর বাংলাদেশের ক্লাব ছাড়ার পিছনে এটা অন্যতম কারণ বলেই মনে করেন পদ্মাপাড়ের ফুটবল সম্পর্কে ওয়াকিবহাল মহল।

কী হয়েছিল দুই ব্রাজিলীয়র মধ্যে? বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বসুন্ধরা কিংস ঢাকা আবাহনী মধ্যে ম্যাচের ৭৯ মিনিটে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছিলেন রবসনমিগুয়েল। এর তীব্রতা এতটাই ছিল যে রবসন অধিনায়কত্বের আর্মব্যান্ড ছুড়ে ফেলে দিয়েছিলেনমাঠ থেকেই বেরিয়ে চলে যেতে চাইছিলেন তিনিবসুন্ধরা কিংসের অন্য ফুটবলাররা রবসনকে ড়িয়ে ধরেন। তাঁকে মাঠ ছাড়তে নিবৃত্ত করেন।

বসুন্ধরা কিংসের কোচ সেই সময়ে ছিলেন অস্কার ব্রুজোঁ। দুই তারকা ফুটবলারের সংঘাত প্রসঙ্গে স্প্যানিশ কোচকে সেই সময়ে বলতে শোনা গিয়েছিল, ''বিষয়টা যেভাবে দেখা হচ্ছে, আসলে তা নয়। দু'জনের মধ্যে কথা কাটাকাটি হয়েছে''

রবসনমিগুয়েল অত্যন্ত উঁচু মানের ফুটবলারবসুন্ধরার সাফল্যের পিছনে তাঁদের ভূমিকা অনস্বীকার্য। সংশ্লিষ্ট ম্যাচে যে সময়ে দুই ব্রাজিলীয় তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন, তখন বসুন্ধরা ২-১ গোলে এগিয়েছিল

খেলার ৭৯ মিনিটে মিগুয়েলের কাছ থেকে পাস না পাওয়ায় মেজাজ হারিয়ে ফেলেছিলেন রবসনদু'জনের তর্কাতর্কিতে খেলা বন্ধ ছিল এক মিনিটের কাছাকাছি সময়সেই ঘটনা নিয়ে বসুন্ধরা কিংসের কর্তারা একটি শব্দও খরচ করেননি। তবে তাঁরাও কিছুটা হতবাক হয়েছিলেনরবসনমিগুয়েলের সম্পর্ক বেশ ভাল ছিল। কিন্তু তাঁরাই মাঠে মেজাজ হারালেন কেন, তা বুঝতে পারেননি অনেকে। আবাহনীকে সেই ম্যাচে বসুন্ধরা হারালেও মিগুয়েলরবসনের মধ্যে সংঘাতের জন্য কেউই উদযাপন করেননি। মাথা নীচু করে দুই ফুটবলার ড্রেসিং রুমে ফেরেন

চলতি মরশুমের গোড়ার দিকে একসময়ে রবসনের নাম ভাসছিল ইস্টবেঙ্গলে। কিন্তু আজকাল ডিজিটাল খবর করেছিল, রবসনের গন্তব্য মোহনবাগান। দুই ব্রাজিলীয় ফুটবলারের প্রতি অস্কার ব্রজোঁর দুর্বলতা রয়েছে। কিন্তু বাংলাদেশের ফুটবলমহল মনে করে, কার্যকারিতার দিক থেকে মিগুয়েল অনেকটাই এগিয়ে রবসনের থেকে। অতীতে মোহনবাগানের বিরুদ্ধে খেলেছেন রবসন। এবার তিনি বাগানের প্রাণভোমরা হতে চলেছেন। মাঠে নতুন ক্লাবের হয়ে নামলেও মিগুয়েলের সঙ্গে সেই তর্কাতর্কি কি ভুলে যেতে পেরেছেন রবসন? ডার্বিতে পুরনো তিক্ততার জের কি পড়বে? বারুদে ঠাসা এক ডার্বি অপেক্ষা করে রয়েছে ইস্ট-মোহনের সমর্থকদের জন্য। 

আরও পড়ুন:  ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে ওঠার ফাঁকে ফেডেরারের রেকর্ড ভেঙে দিলেন জোকার...