আজকাল ওয়েবডেস্ক: অলিম্পিক পদকজয়ী। বিশ্ব চ্যাম্পিয়নশিপেও পদক পেয়েছেন। কমওয়েলথ গেমস আর কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সাফল্য পেয়েছেন বহু। এশিয়ান গেমস এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপেও পেয়েছেন বেশ কয়েকটা সোনা–রুপো–ব্রোঞ্জ। হয়েছেন অলিম্পিকে ভারতের ‘শেফ–দ্য–মিশন’। শুটার গগন নারাং এবার সরকারিভাবে পা রাখতে চলেছেন ভারতীয় শুটিং ফেডারেশনে (এনআরএআই), কর্তা হিসাবে।
আগামী ৪ ডিসেম্বর ফেডারেশনের নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচন উপলক্ষে জমা হওয়া মনোনয়নে রয়েছে লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ীর নাম। একটা নয়, দু’টো পদে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। সভাপতি এবং সহ সভাপতি। প্রথম পদে গগন ছাড়াও লড়াইয়ে রয়েছেন বর্তমান সভাপতি কালীকেশ নারায়ণ সিংহদেও। তবে যা খবর, এনআরএআই সভাপতি পদে নির্বাচনের কোনও সম্ভাবনাই নেই। গগন ও কালীকেশের মধ্যে শেষ পর্যন্ত কোনও একজন সরে দাঁড়াবেন। তবে যেহেতু একইসঙ্গে সহ সভাপতি পদে গগন মনোনয়ন জমা দিয়েছেন, মনে করা হচ্ছে ওই পদেই দেখা যাবে তাঁকে। এনআরএআই নির্বাচনে গগন মনোনয়ন জমা করেছেন গুজরাটের প্রতিনিধি হিসাবে। তাই পদ তিনি পাবেন বলেই ধরে নেওয়া হচ্ছে।
সোমবার এনআরএআই নির্বাচনের মনোনয়ন পরীক্ষার কথা। তারপর তিনদিন সময় থাকবে মনোনয়ন প্রত্যাহারের। অর্থাৎ ২৮ নভেম্বরের মধ্যে স্পষ্ট হয়ে যাবে, ফেডারেশনের বিভিন্ন পদে আদৌ নির্বাচন হবে কি না। তবে পবন সিং যে ফেডারেশন সেক্রেটারি জেনারেল হচ্ছেন, তা হয়তো ঠিক হয়ে যাবে সোমবারই। কারণ অন্যান্য পদে একাধিক মনোনয়ন জমা পড়লেও সচিবের ক্ষেত্রে নেই কোনও দ্বিতীয় নাম। জাতীয় স্তরে পদকজয়ী শুটার পবন দীর্ঘদিন কোচ হিসাবে কাজ করছেন। তাছাড়া বর্তমানে তিনি ফেডারেশনের যুগ্ম–সচিব পদে রয়েছেন। সেখান থেকে এবার সচিব হচ্ছেন তিনি।
এটা ঘটনা, গগন নারাংয়ের ফেডারেশনে কর্তা হিসাবে যোগ দেওয়াকে স্বাগত জানিয়েছেন সচিব পদে প্রায় চূড়ান্ত হয়ে যাওয়া পবন। তাঁর কথায়, ‘গগনের পরিচয় নতুন করে দেওয়ার প্রয়োজন পড়ে না। অলিম্পিকে পদকজয়ী ভারতের সংক্ষিপ্ত তালিকায় ওঁর নাম রয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে গগন আমাদের ফেডারেশনকে সাহায্য করেছে। নানা কাজে ওঁকে ডাকা হয়েছে। গগন কর্তা হলে সেটা ফেডারেশনের জন্যই মঙ্গলের।’ গগনের সঙ্গে পবনের জুটি অবশ্য বেশ পুরনো। ১৪ বছর আগে দু’জনের হাত ধরে চালু হওয়া ‘গানস ফর গ্লোরি’ এখন দেশের অন্যতম সেরা শুটিং অ্যাকাডেমি।
