আজকাল ওয়েবডেস্ক: নিজের তৈরি সংস্থা থেকে নিজেই সরে গেলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। ২০২০ সালে প্রফেশনাল টেনিস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা ছিলেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। সেই সংগঠনের সদস্য পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জোকার।
সোশ্যাল মিডিয়ায় নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে জকোভিচ লিখেছেন, ‘যথেষ্ট ভাবনা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। প্রফেশনাল টেনিস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন থেকে সম্পূর্ণ ভাবে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। স্বচ্ছতা, সুশাসন, আমার বক্তব্য এবং ভাবমূর্তির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। সব মিলিয়ে যে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিলাম।’ তাঁর আরও সংযোজন, ‘নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আমি এবং ভাসেক প্রফেশনাল টেনিস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন করেছিলাম। যে দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা শুরু করেছিলাম, তার জন্য আমি গর্বিত। এই সংগঠন খেলোয়াড়কে কন্ঠস্বরকে শক্তিশালী করেছে। সকলকে স্বাধীন ভাবে মতপ্রকাশের স্বাধীনতা দিয়েছে। কিন্তু সংস্থার বর্তমান পরিচালন ব্যবস্থার সঙ্গে আমার মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গি মিলছে না।’
প্রসঙ্গত, প্রফেশনাল টেনিস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক সূচিতে ভারসাম্য আনার চেষ্টা করছে। টেনিসকে ডোপিং মুক্ত রাখার জন্য সচেষ্ট হয়েছে সংস্থাটি। তবে ডোপ পরীক্ষার নামে খেলোয়াড়দের ব্যক্তিগত সামগ্রী তল্লাশি এবং রাতে বাড়িতে তল্লাশির বিপক্ষে এই সংস্থা। যে কোনও সময় পরীক্ষারও বিরোধী পেশাদার টেনিস খেলোয়াড়দের এই সংস্থা। খেলোয়াড়দের স্বার্থে প্রতিযোগিতার আয়োজক এবং ট্যুর কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালতেও গিয়েছে প্রফেশনাল টেনিস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। তাদের আশঙ্কা দু’তরফের যোগসাজশে প্রতিযোগিতার সংখ্যা এবং পুরস্কার মূল্য কমিয়ে দেওয়া হতে পারে। সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা নিক কির্ঘিয়স–সহ ১২ জন খেলোয়াড় আইনি লড়াই শুরু করেছেন। তাঁদের দাবি, সমস্ত খেলোয়াড়ের স্বার্থে কাজ করছেন।
এদিকে, এই আইনি লড়াইয়ের পক্ষে নন বিশ্বের এক নম্বর কার্লোস আলকারাজ। একই কারণে নিজের তৈরি সংগঠনের সঙ্গে দূরত্ব বৃদ্ধি পাচ্ছিল জোভিচের। এবার সম্পর্ক ছিন্নই করে ফেললেন বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা।
এদিকে আর কিছুদিন পরেই শুরু হবে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন। তারই প্রস্তুতিতে ব্যস্ত জকোভিচ, আলকারাজরা। ২৫ তম গ্র্যান্ড স্লামের লক্ষ্যে নামবেন সার্বিয়ান তারকা। কিন্তু বড় কাঁটা আলকারাজ। এদিকে, মেয়েদের সিঙ্গলসে খেলতে দেখা যাবে ৪৫ বছরের ভেনাস উইলিয়ামসকে। ডিসেম্বরেই বিয়ে করেছেন তিনি। আর এবার ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে তিনি খেলবেন অস্ট্রেলিয়ান ওপেন।
