আজকাল ওয়েবডেস্ক: ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন না শুভমন গিল। মনে করা হয়েছিল ট্রাভিস হেডের ক্যাচের জন্য সেরার শিরোপা নিজের দখলে করে নিয়েছেন তরুণ ওপেনার। কিন্তু শ্রেয়স আইয়ারকে সেরা ফিল্ডার বেছে নেওয়া হয়। ভারতীয় তারকার হাতে পুরস্কার তুলে দেন রবি শাস্ত্রী। অস্ট্রেলিয়াকে হারিয়ে তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের দোরগোড়ায় ভারত। যেভাবে অ্যালেক্স ক্যারি খেলছিলেন, ম্যাচ টিম ইন্ডিয়ার হাত থেকে বেরিয়ে যেতে পারত। শ্রেয়সের দুরন্ত ফিল্ডিং ভারতকে ম্যাচে টিকিয়ে রাখে। ক্যারি উইকেটে থাকাকালীন মনে হয়েছিল ২৭৫-২৮০ রানে পৌঁছে যাবে অজিরা। কিন্তু ডিপ মিড উইকেট থেকে শ্রেয়সের থ্রোয়ে রান আউট হন। অস্ট্রেলিয়ার মোমেন্টাম নষ্ট হয়ে যায়। নয়তো ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারত অজিরা। 

ম্যাচের পর প্রথা অনুযায়ী ড্রেসিংরুমে প্লেয়ারদের সঙ্গে কথা বলেন ফিল্ডিং কোচ টি দিলীপ। সেরা ফিল্ডারের পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়। তারমধ্যে থেকে সেরা ফিল্ডার বেছে নেন রবি শাস্ত্রী। শ্রেয়সকে পদক পরিয়ে দেন প্রাক্তন কোচ। রবি শাস্ত্রী বলেন, 'ব্যক্তিগত নৈপুণ্য একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত নিয়ে যাবে। কিন্তু দলগত সংহতি ফিনিশ লাইন পার করতে সাহায্য করবে। আজ দুটো চ্যাম্পিয়ন দল খেলছিল। চাপের ম্যাচ। চারিত্রিক দৃঢ়তার পরিচয় দিয়েছে দল। ভাল ফিল্ডিং সবসময় পার্থক্য গড়ে দেয়। এখনও পর্যন্ত তোমরা টুর্নামেন্টের সেরা দল। আরও একটা ম্যাচ বাকি।' ভারতকেই ফেভারিট হিসেবে ধরছেন কোহলিদের প্রাক্তন হেডস্যার।