আজকাল ওয়েবডেস্ক: সূর্যকুমার যাদব বা হার্দিক পাণ্ডিয়া নয়, সিরিজের সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন অন্য এক তরুণ ক্রিকেটার। সদ্য শেষ হওয়া বাংলাদেশ সিরিজে ইমপ্যাক্ট প্লেয়ার হন ওয়াশিংটন সুন্দর। এই পুরস্কারের দৌড়ে থাকা হার্দিক পাণ্ডিয়া এবং রিয়ান পরাগকে টেক্কা দেন তিনি। আগের তুলনায় ফিল্ডিংয়ে অনেক উন্নতি করেছেন ভারতীয় অলরাউন্ডার। ফিল্ডিং কোচ টি দিলীপের তালিকায় প্রথমেই ছিল হার্দিকের নাম। তাঁর এনার্জির সঙ্গে টপ গিয়ারের ফর্মুলা ওয়ান গাড়ির তুলনা টানেন তিনি। দ্বিতীয় স্থানে ছিলেন পরাগ। অতি সহজে দারুণ ক্যাচ নেন। পরাগের সম্পর্কে দিলীপ বলেন, ওকে দেখে মনে হয় ক্যাচ নেওয়া খুবই সহজ। আরও বলেন, 'মাঠে এক শতাংশ সুযোগ মিস হওয়ায় পর ওর খুবই খারাপ লাগে। সেটা প্রশংসনীয়। যেভাবে ক্যাচগুলো নেয়, কুর্নিশ জানাতেই হবে।' কিন্তু বাউন্ডারি লাইনে ক্যাচের জন্য শেষমেষ দু'জনকে ছাপিয়ে গেলেন ওয়াশিংটন। বাংলাদেশ সিরিজে মোট তিনটে ক্যাচ নেন। বল হাতেও সফল। ওভার প্রতি পাঁচ রান দেন। 

ওয়াশিংটনের হাতে এই পুরস্কার তুলে দেওয়ার আগে টি দিলীপ বলেন, 'ও খুব ভাল ফিল্ডিং করেছে। প্রত্যেকবার উন্নতির চেষ্টা করে। এবার আমি সম্পূর্ণ ভিন্ন এক ওয়াশিংটন সুন্দরকে দেখেছি।' গৌতম গম্ভীরের পাশে দাঁড়িয়ে দলগত স্পিরিটের প্রশংসা করেন টি দিলীপ। ওয়াশিংটনের হাতে পদক তুলে দেন জীতেশ শর্মা। ফিল্ডিংয়ের জন্য প্রশংসিত হতে পেরে খুশি ভারতীয় অলরাউন্ডার। ওয়াশিংটন বলেন, 'এই পুরস্কার পেয়ে দারুণ লাগছে। আমি মাঠে সবসময় নিজের একশো শতাংশ দেওয়ার চেষ্টা করি। পরিস্থিতি যাই হোক না কেন, সবাই ফিল্ডিংয়ে অবদান রাখতে পারে। আমি তার জন্য টি দিলীপ স্যার এবং তাঁর সাপোর্ট স্টাফের কাছে কৃতজ্ঞ।' এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ১৬ অক্টোবর বেঙ্গালুরুতে প্রথম টেস্ট।