আজকাল ওয়েবডেস্ক: বরাবরই সোজাসাপ্টা গৌতম গম্ভীর। কোনও রাখঢাক করতে পারেন না। ক্রিকেটমহলে চাঁচাছোলা বলে সুনাম রয়েছে। নিজের নামের প্রতি সুবিচার করলেন গৌতি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট শুরুর আগে এল গুরুগম্ভীর বার্তা। কিউয়িদের বিরুদ্ধে বিপর্যয়ের জন্য শুধুমাত্র ব্যাটারদের দায়ী করলেন না টিম ইন্ডিয়ার হেড কোচ। বৃহস্পতিবার স্পষ্ট জানিয়ে দেন, প্রত্যেক প্লেয়ারের দলের প্রতি দায়বদ্ধতা রয়েছে। তৃতীয় টেস্টের আগে মুম্বইয়ে সাংবাদিক সম্মেলনে এমনই জানান ভারতের কোচ। গম্ভীর বলেন, 'দলের প্রতি সবার দায়িত্ব আছে, দায়বদ্ধতা রয়েছে। আমি কখনওই বলতে পারব না শুধুমাত্র ব্যাটাররা আমাদের ডুবিয়েছে।' সহকারী অভিষেক নায়ারের সঙ্গে একমত গৌতি। হর্ষিত রানার খেলার সম্ভাবনা উড়িয়ে দিলেন। গম্ভীর বলেন, 'আমরা এমন পরিস্থিতিতে নেই যে নতুন প্লেয়ারকে সুযোগ দেওয়ার কথা ভাবব। হর্ষিত রানা দলের অঙ্গ নয়। অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি নিতে ও এখানে এসেছে। গতকাল অভিষেক সেটা স্পষ্ট করে দিয়েছে। বাকি সবাই খেলার জন্য তৈরি।' 

ঘরের মাঠে টেস্ট সিরিজে হার যে তাঁদের যন্ত্রণা দিয়েছে, মেনে নেন গম্ভীর। তাতে কোনও প্রলেপ দিতে চাননি। তবে আশা করছেন, এই হার থেকে শিক্ষা নেবে দল। গম্ভীর বলেন, 'আমি হারের যন্ত্রনায় প্রলেপ দিতে চাই না। যন্ত্রনা হওয়াই উচিত। এটাই আমাদের ভবিষ্যতে ভাল খেলতে সাহায্য করবে। আমি নিশ্চিত এটাই তরুণদের ভবিষ্যতে ভাল ক্রিকেটার হওয়ার প্রেরণা দেবে। কানপুরের মতো রেজাল্ট হতে পারলে, এটাও হতেই পারে। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।' গম্ভীর মনে করেন, পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে ব্যাটারদের। এই প্রসঙ্গে তিনি বলেন, 'টেস্ট ক্রিকেট টেস্টে ক্রিকেটের মতোই খেলা উচিত। একদিনে ৪০০ রান করতে হলে, সেটা আমাদের করতে হবে। সেশন ধরে এগোতে হবে। প্রত্যেক সেশনে ভাল খেলার চেষ্টা করতে হবে। আমরা সাড়ে চার সেশন খেলতে পারলে, স্কোরবোর্ডে অনেক রান উঠবে। যে পরিস্থিতির সঙ্গে সাফলভাবে মানিয়ে নিতে পারে, সেই কমপ্লিট ক্রিকেটার। বড় শট হাঁকানোর পাশাপাশি স্ট্রাইক রোটেটও করতে হবে।' 

বর্তমান প্রজন্মের ব্যাটারদের মধ্যে রক্ষণাত্মক খেলার টেকনিকের অভাব রয়েছে। একনাগাড়ে বল ডিফেন্ড করতে পারে না তরুণ ক্রিকেটাররা।‌ এর জন্য অনেকটাই দায়ী টি-২০ ক্রিকেট। এই প্রসঙ্গে গম্ভীর বলেন, 'যত বেশি টি-২০ ক্রিকেট খেলা হবে, তত এই সমস্যা বাড়বে। তবে সব ফরম্যাটে সবচেয়ে সফল ক্রিকেটারদের রক্ষণাত্মক টেকনিক ভাল। এর গুরুত্বের কথা তরুণ প্রজন্মকে বোঝাতে হবে। আমরা সেটার চেষ্টা করছি। আশা করছি ভবিষ্যতে এত উপকারিতা পাব।' ওয়াংখেড়ের পিচ নিয়ে জল্পনা চললেও, এই বিষয়ে বিশেষ মন্তব্য করতে চাননি টিম ইন্ডিয়ার হেড কোচ। গম্ভীর বলেন, 'ভাল উইকেট। তবে আগে থেকে যাচাই করা কঠিন।' কোচিং জীবনের শুরুটা ভাল হয়নি গম্ভীরের। সাদা বলের ক্রিকেটে শ্রীলঙ্কার কাছে সিরিজ হারের পর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও হার। তবে সবধরনের পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রেখেছেন। ধৈর্য ধরার অনুরোধ করলেন রোহিতদের হেডস্যার। গম্ভীর বলেন, 'আমি সহজ পথের আশা করিনি। আমি জানি আমরা শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের কাছে হেরেছি। আমরা এই জায়গায় থাকতে চাইনি। আমরা কঠোর পরিশ্রম চালিয়ে যাব। বাকি ম্যাচগুলো জেতার চেষ্টা করব।' প্রত্যাবর্তনের শুরুটা মুম্বই থেকেই করতে চান গম্ভীর।