আজকাল ওয়েবডেস্ক:‌ ওয়াকায় ক্লোজড ডোর অনুশীলন করছে টিম ইন্ডিয়া। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে অনুশীলন। সেখানে সাধরণ মানুষ থেকে মিডিয়ার প্রবেশাধিকার নেই। এমনকী মাঠকর্মীদেরও বলা হয়েছে, ক্রিকেটাররা মাঠে থাকাকালীন কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ ফটো তোলাও নিষিদ্ধ। এই বিষয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে অস্ট্রেলিয়ার মিডিয়া। আর এরপরেই বিসিসিআই জানিয়ে দিয়েছে, এমন কোনও নির্দেশ দেওয়া হয়নি দলকে। এরপরই টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে, শুক্র থেকে রবি এই তিন দিন ক্রিকেটারদের অনুশীলন দেখার অনুমতি মিলবে।


ভারত এ দলের বিরুদ্ধে ওয়াকায় একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন বিরাটরা। এদিকে ওয়াকায় চলছে নির্মাণকাজ। অস্ট্রেলিয়ান মিডিয়া বুধবার দাবি করে, নির্মাণকর্মীদের ইমেল করে স্টেডিয়াম কর্তৃপক্ষ নাকি জানিয়েছে, ভারতীয়দের অনুশীলন দেখা। ছবি তোলা কিংবা অনুশীলনের সময় ড্রোন ওড়ানো যাবে না।
ওই ইমেলকে উদ্ধৃত করে অস্ট্রেলিয়ান মিডিয়া দাবি করেছে, ‘‌১২ থেকে ১৭ নভেম্বর ওয়াকায় অনুশীলন করবে ভারত ও ভারত এ দল। অনুশীলন চলাকালীন ফটো তোলা, ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। ভিডিও করার ক্ষেত্রেও রয়েছে নিষেধাজ্ঞা।’‌


ওই মিডিয়ার দাবি, ‘‌শুক্র থেকে রবি পর্যন্ত ভারতের অনুশীলন ম্যাচ রয়েছে। তাই ভারতীয় দলকে সেন্টার উইকেটে অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছে। আর পর্যটকদের ঢুকতে দেওয়া হচ্ছে না।’‌ 


যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, এরকম কোনও নির্দেশ দেওয়া হয়নি। এমনকী ভারত বা ভারত এ দলের থেকেও এরকম কোনও অনুরোধ আসেনি। বিসিসিআই জানিয়েছে, অনুশীলন সবাই দেখতে পারেন। ভারত ও অস্ট্রেলিয়া মিডিয়া যতক্ষণ খুশি মাঠে থাকতেই পারে। কোনও নিষেধাজ্ঞা এখনও অবধি জারি করা হয়নি। 


প্রসঙ্গত, বুধবার গোটা ভারতীয় দলই ছিল অনুশীলনে।‌