আজকাল ওয়েবডেস্ক: দিন–রাতের টেস্টেও নেই প্যাট কামিন্স। অধিনায়কত্ব করবেন স্টিভ স্মিথ। দলে নেই জস হ্যাজলেউডও। ব্রিসবেনে ৪ ডিসেম্বর থেকে শুরু হবে দিন–রাতের টেস্ট।
শুক্রবার ব্রিসবেন টেস্টের জন্য যে ১৪ জনের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তাতে কোনও বদল নেই। এখান থেকেই বেছে নেওয়া হবে প্রথম একাদশ। তবে যা অবস্থা, তাতে পারথ টেস্টের প্রথম একাদশই ব্রিসবেনে খেলার সম্ভাবনা। জেতা দলে বদল চাইবেন না অধিনায়ক স্মিথ। অর্থাৎ পেস বোলিংয়ের দায়িত্বে থাকবেন মিচেল স্টার্ক, স্কট বোলান্ড ও পারথে অভিষেক হওয়া ব্রেন্ডন ডগেট। প্রসঙ্গত, পারথে ১০ উইকেট নিয়েছিলেন স্টার্ক। আর ট্রাভিস হেড দ্বিতীয় ইনিংসে করেছিলেন শতরান। সহজেই সেই টেস্ট জিতে অ্যাশেজে আপাতত ১–০ এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।
৩২ বছরের কামিন্স চার মাস আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে চোট পেয়েছিলেন। সুস্থ হলেও এখনও ম্যাচ ফিট নন। তাই কামিন্সকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া।
হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য নেই হ্যাজলেউডও। তিনি যে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না এটা প্রত্যাশিত ছিল। তবে আশা করা হচ্ছে ১৭ ডিসেম্বর থেকে শুরু হতে চলা এডিলেড টেস্ট খেলতে পারবেন কামিন্স। তাই দলের সঙ্গে ব্রিসবেন যাবেন কামিন্স।
এদিকে, ছন্দে না থাকলেও ব্রিসবেন টেস্টের দলে আছেন উসমান খোওয়াজা। ২০২৩ সালের জানুয়ারির পর ঘরের মাঠে টেস্টে শতরান নেই খোওয়াজার। তবুও ৩৮ বছরের ব্যাটারের উপর আস্থা রেখেছেন নির্বাচকরা।
ব্রিসবেন টেস্টের অস্ট্রেলিয়া দল: স্টিভ স্মিথ (অধিনায়ক), স্কট বোলান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরুন গ্রিন, ট্রাভিস হেড, জস ইংলিস, উসমান খোওয়াজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিকেল নাসের, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারেল্ড, বিউ ওয়েবস্টার।
