আজকাল ওয়েবডেস্ক: বরাবরই ডাকাবুকো। প্রকাশ্যে নিজের মত প্রকাশ করতে ভয় পান না। কারোর তোয়াক্কাও করেন না। এবার ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে নিজের মত পোষণ করলেন গৌতম গম্ভীর। পহেলগাঁও ঘটনার পরের দিন সোশ্যাল মিডিয়ায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান টিম ইন্ডিয়ার হেড কোচ। তবে তারপর মেলে খুনের হুমকি। মেইল করে গম্ভীরকে হত্যার হুমকি দেওয়া হয়। তারপর দিল্লি পুলিশের দ্বারস্থ হন। কিন্তু তাতেও গম্ভীরকে থামানো যায়নি। এবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ডাক দিলেন। দ্বিপাক্ষিক সিরিজ অবশ্যই, এমনকী আইসিসি ইভেন্টেও পাকিস্তানের বিরুদ্ধে না খেলার পরামর্শ দেন ভারতের কোচ। গম্ভীর বলেন, 'ব্যক্তিগতভাবে আমি চাই না ভারত-পাকিস্তান ম্যাচ হোক। জঙ্গিহানা এবং সন্ত্রাসবাদ না থামার আগে তো নয়ই। পাকিস্তানের বিরুদ্ধে খেলা উচিত না ভারতের।' 

টিম ইন্ডিয়ার হেড কোচ মনে করেন আইসিসি ইভেন্টের পাশাপাশি, এশিয়া কাপেও খেলা উচিত নয় ভারতের। পাকিস্তানের সঙ্গে কোনওরকম সংযোগ চান না তিনি। এই প্রসঙ্গে গম্ভীর বলেন, 'আমরা ওদের বিরুদ্ধে খেলব কিনা সেটা শেষপর্যন্ত কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবে। আমি আগেও যেমন বলেছি, কোনও ক্রিকেট ম্যাচ বা বলিউড আমাদের সৈন্যদের প্রাণের থেকে বড় নয়। ম্যাচ হতেই থাকবে, সিনেমাও তৈরি হবে, গায়করাও গান গাইবে, কিন্তু পরিবারের একজনকে হারানোর সঙ্গে কোনও কিছুর তুলনা হয় না।' পরের বছর টি-২০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত এবং শ্রীলঙ্কা। এশিয়া কাপও রয়েছে। এই দুটো টুর্নামেন্টে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকবে। এই প্রসঙ্গে গম্ভীর বলেন, 'এটা আমার ওপর নির্ভর করে না। এটা বিসিসিআই এবং কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভর করে। আমরা পাকিস্তানের সঙ্গে খেলব কিনা সেটা ওরা ঠিক করবে। ওরা যা সিদ্ধান্ত নেবে, আমরা সেটাই করব। এই নিয়ে রাজনীতি করা ঠিক হবে না।' চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের সব ম্যাচ দুবাইয়ে খেলে ভারতীয় দল। আইসিসি, বিসিসিআই এবং পিসিবির চুক্তি অনুযায়ী, ২০২৭ পর্যন্ত সমস্ত ভারত-পাকিস্তান ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হওয়ার কথা। তবে পাকিস্তানের সঙ্গে কোনও ম্যাচই খেলার পক্ষপাতী নয় গম্ভীর। সম্পূর্ণ বয়কটের ডাক দেন।