আজকাল ওয়েবডেস্ক: আইএসএলের ভবিষ্যৎ বিশ বাঁও জলে। এখনও পর্যন্ত কোনও বিড জমা পড়েনি। প্রাথমিকভাবে বিড করার শেষ দিন ছিল ৫ নভেম্বর। কিন্তু তারমধ্যে কোনও বিড জমা না পড়ায় সেটা আরও দু'দিন বাড়িয়ে দেওয়া হয়। এর আগে কোনও সংস্থা বিড করেনি। ভাবা হয়েছিল শেষপর্যন্ত এফএসডিএল বিড জমা দেবে। শুক্রবার বিড করার শেষ তারিখ ছিল। কিন্তু কোনও বিডই জমা পড়েনি। বেশ কয়েকদিন ধরেই আইএসএল নিয়ে ধোঁয়াশা অব্যাহত। চলতি ডিসেম্বরেই এফএসডিএলের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে ফেডারেশনের। আইএসএলের জন্য টেন্ডার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল ফেডারেশন। সেই মতো টেন্ডার ছাড়াও হয়।
বিডে অংশ নেওয়ার আগে ফেডারেশনের কাছে বেশ কিছু শর্ত রেখেছিল এফএসডিএল। টেন্ডার কমিটিকে কিছু প্রশ্ন করা হয় তাঁদের পক্ষ থেকে। সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে টেন্ডার কমিটি। এতদিন স্বাধীনভাবে আইএসএল পরিচালনা করেছে সংশ্লিষ্ট সংস্থা। কিন্তু এবার নতুনভাবে যে সংস্থা যুক্ত হবে, তাঁদের সামনে কিছু শর্ত রাখা হয়েছে। যা মানতে নারাজ তাঁরা। এফএসডিএলের কাছে স্বাধীনভাবে কাজ করার সুযোগ অনেকটাই কমে যাবে নতুন চুক্তিতে। ভাবা হচ্ছে, সেই কারণেই আগ্রহ প্রকাশ করছে না তাঁরা। নতুন বিডাররাও আগ্রহ হারিয়েছে।
এমন পরিস্থিতিতে ভারতীয় ফুটবলে অচলাবস্থা তৈরি হয়েছে। সদ্য সুপার কাপের গ্রুপ পর্ব শেষ হয়েছে। সেমিফাইনাল এবং ফাইনাল বাকি। শোনা যাচ্ছে ডিসেম্বরের শুরুতে গোয়ায় হবে নকআউট পর্ব। কোনওরকমে সুপার কাপ শেষ করা সম্ভব হলেও আইএসএল ঘোর অন্ধকারে। কবে দেশের একনম্বর লিগ শুরু হবে জানা নেই। আদৌ হবে কিনা সেই নিয়েও প্রশ্ন থাকছে। বর্তমান অবস্থা অনুযায়ী, শেষপর্যন্ত হয়তো এফএসডিএলের শরণাপন্ন হতে হবে ফেডারেশনকে।
