আজকাল ওয়েবডেস্ক: আইপিএল শুরুর আগে এক সাক্ষাৎকারে মেলবোর্ন শতরানের প্রসঙ্গ তুলে আনলেন ভারতীয় অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি। ফাঁস করলেন, কীভাবে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির দেওয়া জুতো পরে তিনি তাঁর প্রথম টেস্ট শতরান করেছিলেন। সাক্ষাৎকারে রেড্ডি বলেন, ‘ড্রেসিং রুমে মজার ছলে বিরাট ভাই একদিন সরফরাজকে জিজ্ঞেস করলেন, ‘সারফু, তোর জুতোর সাইজ কত?’ সরফরাজ বলল, ‘নয়’। এরপর উনি আমার দিকে তাকালেন। আমি ভাবলাম, ‘এবার ঠিক করে বলতে হবে, কারণ আমি ওঁর জুতো চাই-ই চাই।’ আমি বললাম, ‘দশ,’ আর বিরাট সঙ্গে সঙ্গেই আমায় দিয়ে দিলেন!’
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই জুতো পরেই নিজের প্রথম শতরান করেছিলেন নীতীশ। ১৭১ বলে শতরান পূর্ণ করার পর তাঁর চোখ খুঁজছিল বাবা মুতিয়ালা রেড্ডিকে। প্রায় ৮০,০০০ দর্শকের ভিড়ে পরিবারের সঙ্গে উপস্থিত থেকে ছেলের শতরান দেখেছিলেন তিনি। রেড্ডি বলেন, ‘ড্রেসিং রুমে সবাই আমাকে শুভেচ্ছা জানাচ্ছিলেন, কিন্তু আমি শুধু একজনের অপেক্ষায় ছিলাম। অবশেষে যখন বিরাট ভাই এসে বললেন, ‘তুমি অসাধারণ খেলেছো,’ সেটা আমার কাছে সবচেয়ে বিশেষ মুহূর্ত ছিল’। গ্যালারিতে বাবাকে দেখতে না পেলেও পরে স্ক্রিনে দেখেছিলাম বাবা কেঁদে ফেলেছিলেন’। আর কয়েকদিন পরেই আইপিএল শুরু। সেখানে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে দেখা যাবে তরুণ এবং প্রতিভাবান ভারতীয় অলরাউন্ডারকে।
