আজকাল ওয়েবডেস্ক: মাত্র ১৪ বছর বয়সে বৈভব সূর্যবংশী নজর কেড়ে নিয়েছেনআইপিএল ২০২৫ সালে ৩৮ বলে ১০১ রানের ইনিংস খেলেছেন। যা দেখার পরে স্তম্ভিত সবাই। তাঁর পাওয়ার হিটিং দেখে অবাক সবাই। নীতীশ রানাও বিস্মিত।

রাজস্থান রয়্যালসে ছিলেন নীতীশ রানা। খুব কাছ থেকে তিনি দেখেছেন সূর্যবংশীকে। তাঁকে নিয়ে মজা করছেন রানা। প্রশ্ন তুলেছেন, ''সূর্যবংশী কি সত্যিই ১৪ বছরের?'' সতীর্থদের নিয়ে তিনি মজা করেছেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, সঞ্জু স্যামসন সম্পর্কে এমন একটা তথ্য জানান, যা কেউ জানেন না। সেই প্রশ্নের উত্তরে নীতীশ বলেন, ''পরের বছর সঞ্জু কোথায় খেলবে, এটা কেউ জানে না''

আরও পড়ুন: 'আমি মোহনবাগানকে বাছিনি, মোহনবাগান আমাকে বেছেছে', সবুজ মেরুন জার্সিতে মাঠে নেমে পড়লেন রবিনহো

সূর্যবংশী ভারতীয় ক্রিকেটের বিস্ময়বালকআইপিএলের নিলামে তিনি কোটিপতি হয়েছেন আইপিএলে তাক লাগানোর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও কিন্তু ছাপ ফেলেছেন সূর্যবংশী

ইংল্যান্ডে অনুষ্ঠিত ভারতের অনূর্ধ্ব ১৯ সফরেও সূর্যবংশী ওয়ানডেতে দারুণ পারফরম্যান্স তুলে ধরেন। উদ্বোধনী ম্যাচে ১৯ বলে ৪৮ রান করেন সূর্যবংশীদ্বিতীয় ম্যাচে ৩৪ বলে ৪৫ রান করেন তিনি। তৃতীয় ওয়ানডে-তে মাত্র ২০ বলে পঞ্চাশ করেন বাঁ হাতি ক্রিকেটার। তবে আইকনিক ইনিংসটা খেলেন উরসেস্টারে। মাত্র ৫২ বলে সূর্যবংশী সেঞ্চুরি হাঁকিয়েছিলেনসেঞ্চুরি করার পরে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন তিনি। শেষ পর্যন্ত ৭৮ বলে ১৪৩ রান করেন সূর্যবংশী। সব মিলিয়ে ৩৫৫ রান করেন তিনি। টেস্ট ফরম্যাটে অবশ্য সূর্যবংশী ওয়ানডের মতো বিধ্বংসী মেজাজে ধরা দেননি। চারটি ইনিংসে ৯০ রান করেন।

সূর্যবংশী মানেই রেকর্ড আর রেকর্ড। ১৪ বছর বয়সী এই কিশোর এবার বল হাতেও গড়ে ফেললেন নতুন কীর্তি। ভারতীয়দের মধ্যে যুব টেস্টে সবচেয়ে কম বয়সে উইকেট নেওয়ার রেকর্ড এখন সূর্যবংশীর ঝুলিতে। ইংল্যান্ডে দুরন্ত পারফরম্যান্সের জন্য অস্ট্রেলিয়ার দলে ডাক পেয়েছেন বৈভব সূর্যবংশী। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া যুব দলের বিরুদ্ধে খেলবে ভারতের যুব দল। তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলবে ভারতের যুব দল। ২১ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে ভারত ‘এ’ দলের সিরিজ। তার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের ‘সেন্টার অফ এক্সেলেন্স’–এ নিয়ে যাওয়া হয়েছে বৈভবকে। সেখানে বিশেষ অনুশীলন শুরু করেছেন তিনি। বৈভবের ছোটবেলার কোচ মণীশ ওঝা জানিয়েছেন, এখন থেকেই বৈভবকে তৈরি করে রাখতে চাইছে বিসিসিআই। তিনি বলেন, ''বিসিসিআই সামনের দিকে তাকাচ্ছে। সিনিয়র ক্রিকেটাররা ধীরে ধীরে অবসর নিচ্ছে। ফলে একটা ফাঁক তৈরি হচ্ছে। সেই ফাঁক ভরাট করার জন্য তরুণদের তৈরি রাখা হচ্ছে। সেই কারণেই বৈভবকে অনুশীলন করানো হচ্ছে। প্রয়োজন পড়লে যাতে বৈভব তৈরি থাকে, সেই কাজ করছে বোর্ড।'' অর্থাৎ ভারতীয় ক্রিকেটের পরবর্তী নায়ক হতে চলেছেন সূর্যবংশীই। সেই সূর্যবংশীর বয়স নিয়ে এবার মজার ছলে প্রশ্ন তুলে দিলেন নীতীশ রানা। পরের আইপিএলে সবার নজরই যে থাকবে সূর্যবংশীর দিকে, একথা বলাই বাহুল্য। 

আরও পড়ুন: 'বাতিল' করেছে ইস্টবেঙ্গল, ক্লেটনের ভরসা এখন শুধু সানডে লিগ...