আজকাল ওয়েবডেস্ক: নীতীশ কুমার রেড্ডিকে অলরাউন্ডার হিসেবে খেলিয়ে দেওয়া হচ্ছে টেস্টে। আর তিনি একের পর এক টেস্টে ব্যর্থ হচ্ছেন। গুয়াহাটিতেও ব্যাটে ও বলে ব্যর্থ হয়েছেন তিনি।
বর্ডার–গাভাসকার ট্রফিতে একটা শতরান করেছিলেন। মেলবোর্নে। সেই লাইমলাইটে আসা। তারপর একাধিক সুযোগ পেলেও ব্যর্থ হয়েছেন। তবুও অলরাউন্ডার রেড্ডিকে খেলিয়েও যাচ্ছেন গম্ভীর। হয়ত ‘পছন্দের’ ক্রিকেটার বলেই।
গুয়াহাটিতে অক্ষরের বদলে খেলানো হয়েছে রেড্ডিকে। প্রথম ইনিংসে ১০ রান করেছিলেন। ১০ ওভার হাত ঘুরিয়েও উইকেট পাননি। দ্বিতীয় ইনিংসেও চার ওভার হাত ঘুরিয়ে উইকেট পাননি। ব্যাট হাতে শূন্য করেছেন।
নীতীশের টানা ব্যর্থতায় বিরক্ত বিশ্বকাপজয়ী ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তিনি তো নীতীশকে অলরাউন্ডার বলতেই রাজি নন।
এক সাক্ষাৎকারে চাঁচাছোলা ভাষায় শ্রীকান্ত বলেছেন, ‘নীতীশ রেড্ডিকে কে অলরাউন্ডার বলছে? ওর বোলিং দেখে মনে হয়েছে যে ও অলরাউন্ডার? এমসিজিতে একটা শতরান করেছিল। তারপর আর কিছু অবদান রাখতে পেরেছে কি?’ এরপর হাসতে হাসতে শ্রীকান্ত বলেছেন, ‘নীতীশ রেড্ডি অলরাউন্ডার হলে আমি তো সেরা অলরাউন্ডার।’
শ্রীকান্ত আরও বলেছেন, ‘নীতীশের বলে কোনও মুভমেন্ট আছে? গতি আছে? ডেথ ওভারে ভয়ঙ্কর ব্যাটসম্যান? তাহলে ওকে কেন অলরাউন্ডার বলতে যাব?’
নীতীশ রেড্ডিকে দক্ষিণ আফ্রিকা সিরিজের একদিনের দলেও সুযোগ দেওয়া হয়েছে। তা নিয়ে বিতর্ক চলছে। শ্রীকান্তের কথায়, ‘নীতীশকে একদিনের দলে রাখা হল কেন? যোগ্যতা আছে? ও কী করেছে এখনও অবধি? হার্দিক পাণ্ডিয়ার যোগ্য পরিবর্ত ও? কেন অক্ষর প্যাটেলকে নেওয়া হল না?’
