আজকাল ওয়েবডেস্ক:‌ চোট যেন পিছু ছাড়ছে না ভারতীয় শিবিরের। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ভয়ঙ্কর চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। আপাতত সিডনির হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তবে স্থিতিশীল তিনি। যা পরিস্থিতি তাতে শ্রেয়সের সুস্থ হয়ে মাঠে ফিরতে অন্তত তিন মাস লাগবে।


হার্দিক পাণ্ডিয়া চোটের জন্য টি–টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না। এবার জানা গেল, অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি চোটের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম তিনটি টি–টোয়েন্টি ম্যাচে নেই।

 

আরও পড়ুন:‌ সূর্য–গিলের মারকাটারি ইনিংসে বাধ সাধল বৃষ্টি, সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত ...


বুধবার ক্যানবেরায় প্রথম টি–টোয়েন্টি ম্যাচ শুরু হওয়ার আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড (‌বিসিসিআই)‌ একটি বিবৃতি দেয়। জানানো হয়, নীতীশ প্রথম তিনটি টি–টোয়েন্টি থেকে ছিটকে গিয়েছেন। দ্বিতীয় একদিনের ম্যাচে কোয়াড্রিসেপসে চোট পেয়েছিলেন তিনি। সেখান থেকে সেরে উঠতেই ঘাড়ে চোট পেয়েছেন তিনি। ফলে ঘাড় ঘোরাতে এবং নড়াচড়া করতে সমস্যা হচ্ছে।


প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই জাতীয় দলের হয়ে একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল নীতীশের। হার্দিক পাণ্ডিয়ার জায়গায় দলে ঢুকেছিলেন তিনি। তবে দ্বিতীয় ম্যাচেই চোট পেয়ে যান। ক্রিকেটে ফেরার আগে তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, তার জন্য কোনও ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। 

 

আরও পড়ুন:‌ প্রথম একাদশে নেই অর্শদীপ, শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করল ভারত...


এটা ঘটনা, এশিয়া কাপ ফাইনালের পর প্রথম বার টি–টোয়েন্টি ফরম্যাটে নেমেছে ভারত। ক্যানবেরায় প্রথম ম্যাচে দু’জন জোরে বোলার এবং তিনজন স্পিনার নিয়ে খেলতে নেমেছিল ভারত। শিবম দুবে ছিলেন অলরাউন্ডার হিসাবে। আরও একবার অর্শদীপ সিংকে প্রথম একাদশের বাইরে রাখা হয়। তবে প্রথম একাদশে ছিলেন হেড কোচ গৌতম গম্ভীরের প্রিয় পাত্র হর্ষিত রানা। জসপ্রীত বুমরার পাশে দ্বিতীয় পেসার হিসাবে ছিলেন তিনি। কিন্তু খেলাটি বৃষ্টিতে ভেস্তে গেল।