আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার থেকে  শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচ। কিন্তু বল গড়ানোর আগে ভারতীয় স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হল অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডিকে। ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখ্যাতে সাংবাদিক বৈঠকে গিয়ে নিশ্চিত করে বলেন, ধ্রুব জুড়েল ও ঋষভ পন্থ খেলবেন প্রথম টেস্ট। তার পরেই  জানা যায় নীতীশ কুমার রেড্ডিকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। 

টেস্টের শেষ পাঁচটি ইনিংসে রেড্ডি করেন মাত্র ১,৩০,১৩, ০ ও ৪৩। খুব অল্পই তাঁকে বোলিং করতে দেখা গিয়েছে। ইডেন গার্ডেন্সে স্পিনাররা সুযোগ পাবেন। সেই কারণেই রবীন্দ্র জাদেজা,  অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দরের উপরেই ভরসা করা হচ্ছে্। 

এই কারণেই নীতীশ কুমার রেড্ডিকে ভারতের স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকার  এ দলের বিরুদ্ধে খেলবেন নীতীশ রেড্ডি। 

ভারতের সহকারী কোচ দুশখ্যাতে বলেন, ''সংক্ষিপ্তভাবে বলতে চাই, আমার মনে হয় না জুড়েলকে এই টেস্ট থেকে বাদ দেওয়া সম্ভব। তবে ১১ জনের বেশি বাছা যাবে না। তাই কাউকে না কাউকে বাদ যেতেই হবে। আমাদের কম্বিনেশন সম্পর্কে ধারণা আছে। শেষ ছয় মাসে যেভাবে ব্যাট করেছে, অনবদ্য। গত সপ্তাহে বেঙ্গালুরুতে জোড়া শতরান করেছে। ওর খেলা নিশ্চিত।'' 

ভারতীয় দলে একাধিক স্পিনার। তালিকায় রয়েছেন কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর। দলের একনম্বর স্পিনার হলেও ইংল্যান্ড সফরে ছিলেন না কুলদীপ। কিন্তু ঘরের মাঠে খেলার সম্ভাবনা বেশি। তিনজন স্পিন বোলিং অলরাউন্ডারের মধ্যে কারা খেলবে, সেই বিষয়ে খোলসা করতে চাননি টিম ইন্ডিয়ার সহকারী কোচ। তবে পন্থ এবং জুড়েলকে নিয়ে কোনও দোটানা নেই। দুশখ্যাতে বলেন, ''ওয়াশি, অক্ষর, জাড্ডুর মধ্যে আমার মনে হয় সবাই ব্যাটার। তাই আমাদের হাতে বিকল্প রয়েছে। তবে ঋষভ এবং ধ্রুবকে ইডেন টেস্টে খেলতে না দেখলে অবাক হব।'' সুতরাং, পরিস্থিতি যা তাতে সাই সুদর্শনকেই হয়তো বসানো হবে। তাঁর জায়গায় খেলবেন জুড়েল।