আজকাল ওয়েবডেস্ক: চোটের কবলে ভারত অধিনায়ক শুভমন গিল। দ্বিতীয় টেস্টে তিনি অনিশ্চিত হয়ে পড়েছেন। গিলকে নিয়ে উদ্ভুত অনিশ্চয়তার প্রেক্ষিতে নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট নীতীশ কুমার রেড্ডিকে ডেকে পাঠিয়েছে। ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত প্রথম টেস্টের আগে নীতীশ রেড্ডিকে ছেড়ে দিয়েছিল ভারতীয় শিবির। গুয়াহাটিতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের আগে দুটো বেসরকারি ওয়ানডে নীতীশ খেলেছেন ভারত এ দলের হয়ে। সময়ের মধ্যে গিল সুস্থ হয়ে না উঠলে ঋষভ পন্থ ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। সেক্ষেত্রে জাতীয় দলের অধিনায়ক হিসেবে অভিষেক হবে পন্থের। 
দু’ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জাজনক ৩০ রানের হারের পর সময় নষ্ট না করেই আবার অনুশীলনে ফিরেছে টিম ইন্ডিয়া।

কলকাতায় প্রোটিয়াদের স্পিন আক্রমণের বিরুদ্ধে  ব্যর্থ হওয়ার মাত্র দু’দিন পরই দ্বিতীয় টেস্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। 

শনিবার থেকে গুয়াহাটিতে সিরিজের শেষ টেস্ট শুরুর আগে আরও কিছু অতিরিক্ত সময় কাজে লাগাতে মঙ্গলবার ইডেন গার্ডেন্সে অনুশীলন করলেন ভারতীয় ক্রিকেটাররা। 


হেড কোচ গৌতম গম্ভীরের নেতৃত্বে ভারতীয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ-সহ সকলকেই মাঠে পৌঁছে প্রস্তুতি সারতে দেখা যায় এদিন সকালে। অধিনায়ক শুভমান গিল উপস্থিত না থাকলেও একাধিক ব্যাটার নেটে ঘাম ঝরান।

উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুড়েল ও অলরাউন্ডার  জাদেজা নেটে ব্যাটিং অনুশীলন করেন। 

উল্লেখ্য, শনিবার সকালে ব্যাট করতে নেমে কিছুক্ষণ পরই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন অধিনায়ক শুভমন গিল। একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে রাখা হয়েছিল গিলকে। সেই ভারত অধিনায়ককে পাওয়া নিয়ে শুরু হয়েছে অনিশ্চয়তা। তিনি পুরোদস্তুর সুস্থ হয়ে না উঠলে ক্যাপ্টেনের আর্মব্যান্ড উঠবে পন্থের হাতে। আর নীতীশ রেড্ডি ঢুকে পড়তে পারেন গিলের পরিবর্তে।