আজকাল ওয়েবডেস্ক: কপাল খারাপ নিকোলাস পুরানের। এ ছাড়া আর কীইবা বলা যায়! 

স্টেডিয়ামে ফ্লাডলাইট বিভ্রাট হওয়ায় সেঞ্চুরি তো পেলেনই না উলটে তাঁর দল হার মানল। ছিটকে যেতে হল সিপিএল থেকে। এমন ঘটনাও ক্রিকেটমাঠে হয়! বিস্মিত সবাই। 

গ্রুপ পর্বের শেষ ম্যাচে পুরানের সেঞ্চুরির সৌজন্যে গায়ানা আমাজনকে হারিয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। ম্যাচ জিতলেও রান রেটের জন্য পুরানদের নামতে হয় এলিমিনেটরে। সেই এলিমিনেটরে সেঞ্চুরি হাঁকাতেই পারতেন তিনি। 

ফ্লাডলাইট বন্ধ হয়ে যাওয়ায় সেঞ্চুরি আর হল কোথায় পুরানের! ৯১ রানে অপরাজিত ছিলেন পুরান। সেই সময়ে ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। পুরান সেঞ্চুরি পেলেন না। হারল তাঁর দল।  

ত্রিনবাগো ১৯.১ ওভারে ১৬৮ রান করার পরই স্টেডিয়ামের ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। সেই সময়ে পুরান ৯১ রানে ব্যাট করছিলেন। খেলা বন্ধ থাকে প্রায় দু' ঘন্টার কাছাকাছি সময়। ম্যাচ বাতিল হয়ে যেতে পারে, এমন গুঞ্জনও শোনা গিয়েছিল। 

ম্যাচ পরিত্যক্ত হলে কোয়ালিফায়ারে খেলার সুযোগ পেত ত্রিনবাগো নাইট রাইডার্স। শেষ মেশ খেলা হল বটে তাতে কপাল পুড়ল পুরানদের। 

ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বার্বাডোজের সামনে লক্ষ্য ছিল ৫ ওভারে ৬০ রান। ডেভিড মিলারের ১৭ বলে পঞ্চাশের সৌজন্যে ৪ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় বার্বাডোজ। 

ম্যাচ হেরে যাওয়ায় এলিমিনেটর থেকেই ছিটকে যেতে হল নাইট রাইডার্সকে।