আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ সময় পরে টেস্টে নিউ জিল্যান্ডের প্রতিনিধিত্ব করতে চলেছেন কেন উইলিয়ামসন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের দলে আছেন তিনি।
খুব বেশিদিন আগের কথা নয়। এই মাসের গোড়ার দিকেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন উইলিয়ামসন।
২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর তার ঠিক আগে টি-টোয়েন্টি ফরম্যাটকেই বিদায় জানান উইলিয়ামসন।
উল্লেখ্য, ২০১১ সালে নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল উইলিয়ামসনের। অধিনায়কত্বও করেছেন। ক্যাপ্টেন ছিলেন ৯৩টি ম্যাচে। ২০১৬, ২০২২ বিশ্বকাপ সেমিফাইনালে এবং ২০২১ সালের বিশ্বকাপে ফাইনালে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন ছিলেন উইলিয়ামসন।
আর পাঁচদিনের ফরম্যাটে তিনি আবার ফিরতে চলেছেন নিউজিল্যান্ড স্কোয়াডে।
১৪ জনের দল ঘোষণা করেছে কিউয়িরা। উইলিয়ামসন ছাড়াও দীর্ঘ দিন পর সাদা পোশাকের দলে ফিরেছেন পেসার ব্লেয়ার টিকনার।
নিউ জিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর বেছে বেছে সিরিজ খেলছেন উইলিয়ামসন।
গত মার্চের চ্যাম্পিয়ন্স ট্রফির পর লম্বা সময় দেশের হয়ে খেলেননি তিনি। গত অক্টোবরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে খেলতে দেখা গিয়েছিল উইলিয়ামসনকে। কুঁচকিতে চোট পাওয়ার আগে ওই সিরিজে প্রথম দুই ম্যাচ খেলেন তিনি।
গত বছরের ডিসেম্বরের পর থেকে নিউ জিল্যান্ডের জার্সিতে আর কোনও টেস্ট ম্যাচ খেলেননি উইলিয়ামসন।
চোট থেকে পুরোদস্তুর সেরে ওঠেননি কাইস জেমিসন। ডাকা হয়নি তাঁকে।
কুঁচকির চোট সারিয়ে উঠলেও সম্পূর্ণ ফিট নন গ্লেন ফিলিপস, তাই তাকে রাখা হয়নি দলে। চোটের জন্য বিবেচনাতেই ছিলেন না ম্যাট ফিশার, উইল ও’ রোক ও বেন সিয়ার্স।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে কুঁচকিতে চোট পান ড্যারিল মিচেল। তবে টেস্ট দলে ডাক পেয়েছেন তিনি।
ক্রাইস্টচার্চে ২ ডিসেম্বর শুরু প্রথম টেস্ট।
