আজকাল ওয়েবডেস্ক: এক মাসের ছুটি কাটিয়ে মাঠে ফিরলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। শুক্রবার গৌতম গম্ভীরের নজরদারিতে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করে দিল টিম ইন্ডিয়া। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট। প্রথমবার নিজের পুরো কোচিং স্টাফ পেলেন গৌতম গম্ভীর। শুক্রবার রোহিত, বিরাট সহ গোটা ভারতীয় দল চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে একত্রিত হয়। ছিলেন নতুন বোলিং কোচ মর্নি মরকেল এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠোরও। প্রথম দিনের প্র্যাকটিসের ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিসিসিআই। ছবির ক্যাপশনে লেখা হয়, 'কাউন্টডাউন শুরু। আকর্ষণীয় হোম সিরিজের প্রস্তুতি শুরু করে দিল টিম ইন্ডিয়া।' সেই ছবিতে দেখা যায় গম্ভীর, তাঁর সাপোর্ট স্টাফ এবং রোহিতের কথা মনে দিয়ে শুনছে দলের ক্রিকেটাররা।
ভারতীয় দলের কোচ হিসেবে শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা বলের সিরিজে হাতেখড়ি হলেও নিজের কোচিং স্টাফের সব সদস্যদের পাননি গম্ভীর। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে সবাই যোগ দিয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ হেরে শুরু করেন গৌতি। লাল বলের ক্রিকেটের শুরুটা ভাল করতে চান। বিশেষ করে যখন প্রতিপক্ষ বাংলাদেশ। যদিও বর্তমান ফর্ম এবং রেজাল্টের বিচারে তাঁদের খাটো করা যাবে না। পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর ভারতে খেলতে আসছে বাংলাদেশ। তাই বাড়তি সতর্কতা জারি ভারতীয় শিবিরে।
