আজকাল ওয়েবডেস্ক: টোকিও অলিম্পিকে সোনা জিতছিলেন নীরজ চোপড়া। বিশ্ব ক্রমতালিকায় আবার একনম্বর পজিশন দখল করলেন ভারতের সোনার ছেলে।
গতবছরের ১৭ সেপ্টেম্বর অ্যান্ডারসন পিটার্সের কাছে শীর্ষস্থান হারিয়েছিলেন নীরজ। সম্প্রতি বিশ্ব অ্যাথলেটিক্স যে তালিকা প্রকাশ করেছে তাতে ১৪৪৫ পয়েন্ট পেয়ে নীরজ চোপড়া একনম্বরে। ব্রাসেলসে ডায়মন্ড লিগ ফাইনাল জিতেছিলেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স। তাংর পয়েন্ট এখন ১৪৩১। পাকিস্তানের আর্শাদ নাদিম চতুর্থ স্থানে। তাঁর ঝুলিতে ১৩৭০ পয়েন্ট।
পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের সেরা দশে ভারতের একজনই রয়েছেন। তিনি নীরজ চোপড়া। ভারতের আরেক জ্যাভলিন থ্রোয়ার শচীন যাদব ২৪ নম্বরে রয়েছেন। কিশোর জেনা ৩৫ নম্বরে।
দিনকয়েক আগে নীরজ চোপড়া চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত ওস্ত্রাভা গোল্ডেন স্পাইক মিটে শিরোপা জিতেছিলেন। ২৭ বছরের নীরজ শুরুতেই ফাউল থ্রো করে বসেন। তার পরেই ৮৫.২৯ মিটার ছোড়েন।
এহেন সোনার ছেলে নীরজ বলেছেন, জশপ্রীত বুমরাহ যদি জ্যাভলিন ছুড়তেন, তাহলে তিনি ভাল করতেন। ফাস্ট বোলার ও জ্যাভলিন থ্রোয়ারদের গতি তুলতে রান আপ ভাল হওয়া জরুরি। এদিক থেকে বুমরাহকে এগিয়ে রাখছেন নীরজ।
