আজকাল ওয়েবডেস্ক: দু' বারের অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়া ও তাঁর কোচ ক্লজ বার্তোনিৎজের মধ্যে এবার বিচ্ছেদ ঘটতে চলেছে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ৭৫ বছরের জার্মান কোচ তাঁর পরিবারের সঙ্গে সময় কাটাতে চান।
সেই কারণেই নীরজের সঙ্গে আর কাজ করতে তিনি চাইছেন না। নীরজের সঙ্গে ক্লজ কাজ করেছেন পাঁচবছর। জার্মান উয়ে হনের পরে নীরজের কোচ হন বার্তোনিৎজ। এদিকে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট আদিল সুমারিওয়ালা জানান, ক্লজের সঙ্গে পাঁচ বছর কাটানোর পরে নতুন একজন কোচ দরকার নীরজের। ট্রেনিং পদ্ধতি, চিন্তাভাবনা এবং অন্যান্য বিষয়ে পরিবর্তনের দরকার রয়েছে বলে তিনি মনে করেন। সমারিওয়ালা বলেন, ''আমরা নতুন কোচ খুঁজছি, যিনি নীরজের সঙ্গে কাজ করতে স্বচ্ছন্দবোধ করবেন।''
বার্তোনিৎজের কোচিংয়ে নীরজ চোপড়া দুটো অলিম্পিক পদক, বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা ও রুপো, এশিয়ান গেমসে সোনা এবং ডায়মন্ড লিগ খেতাব পান। ব্রাসেলসে অনুষ্ঠিত ডায়মন্ড লিগের ফাইনালে অ্যান্ডারসন পিটার্সের পরে দ্বিতীয় স্থানে শেষ করেন নীরজ চোপড়া।
