আজকাল ওয়েবডেস্ক: দলীপ ট্রফির অভিষেকে বড় শতরান। শুক্রবার ভারত এ দলের বিরুদ্ধে ১৮১ রান করেন মুশির খান। ৩৭৩ বল খেলে এই রান করেন ভারতের বি দলের ব্যাটার। ইনিংসে ছিল ১৬টি চার, ৫টি ছয়। দলীপ ট্রফির ইতিহাসে নভদীপ সাইনিকে নিয়ে অষ্টম উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ড করেন। দলকে বড় রানে পৌঁছে দেন। একই সঙ্গে এলিট লিস্টে শচীন তেন্ডুলকরকে ছাপিয়ে গেলেন মুশির। বাবা অপরাজিত এবং যশ ধুলের পর দলীপে কিশোর ক্রিকেটার হিসেবে তৃতীয় সর্বোচ্চ রান তাঁর। অভিষেকে শচীন ১৫৯ রান করেছিলেন। এদিন তাঁকে পেরিয়ে তিন নম্বর স্থান দখল করলেন মুশির।
মুশিরের ব্যাটে ভর করে ৩২১ রান তোলে ভারতের বি দল। দিনের শেষে ২ উইকেট হারিয়ে ভারতীয় এ দলের রান ১৩৪। এখনও ১৮৭ রানে পিছিয়ে। উইকেটে আছেন কেএল রাহুল এবং রিয়ান পরাগ। শুভমন গিল এবং ময়াঙ্ক আগরওয়ালকে ফেরান সাইনি। চা পানের বিরতির আগে ৫৭ রানে প্রথম উইকেট হারার ভারতের এ দল। দুই ওপেনার শুরুটা ভাল করলেও অল্প রানে ফেরেন। ২৫ রানে বোল্ড হন গিল। কামব্যাক ইনিংসে শুরুটা ভাল করলেও ৩৬ রানে ঋষভ পন্থের হাতে ধরা পড়েন।
