আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকার ট্রফিতে ভারতের ৩-১ পরাজয়ের পরে রোহিত শর্মা সহ মুম্বাই ইন্ডিয়ান্সের একাধিক ক্রিকেটারদের কড়া বার্তা দিল মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি। ২০২৫ আইপিএল মরশুমের আগে ক্রিকেটারদের পেশাদারিত্ব ও ঐক্য বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে। জানা গিয়েছে, মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ তাদের রিটেনশন খেলোয়াড়দের তালিকা ঘোষণা করার পরপরই একটি বিশেষ বৈঠকের আয়োজন করে। এই বৈঠকে মাঠের বাইরের আচরণ নিয়ে বিশেষ বার্তা দেয় আইপিএল ফ্র্যাঞ্চাইজি। জানানো হয়, নিয়ম মা মানলে সেক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজির মর্যাদা নষ্ট হতে পারে।

 

রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডেয়া, সূর্যকুমার যাদব এবং তিলক ভার্মার মত রিটেন করা খেলোয়াড়রা যাতে শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার ওপর জোর দেন সে বিষয়ে কড়া বার্তা দিয়েছে মুম্বই। জানা গিয়েছে, ভারতীয় দলের ড্রেসিংরুমের কথোপকথন ফাঁস হওয়ার গুজবকে কেন্দ্র করে যে বিতর্ক চলছিল সেই আবহেই এই বৈঠক করা হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের তরফে। মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট স্পষ্ট জানিয়েছে, এমন কোনও অস্থিরতা নিজেদের ফ্র্যাঞ্চাইজিতে ঘটতে দেবে না মুম্বই। হার্দিক পান্ডেয়াকে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে।

 

অন্যদিকে, রোহিত শর্মার পর সূর্যকুমার যাদব বর্তমানে ভারতের টি২০ দলের অধিনায়ক। গত সিজনে খারাপ ফলাফলের পরেও হার্দিকের নেতৃত্বের ওপর যে ফ্র্যাঞ্চাইজি ভরসা রেখেছে এটা তারই প্রমাণ। তবে এক রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়েরই কিছু ক্রিকেটার তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ম্যানেজমেন্টের সাম্প্রতিক এই পদক্ষেপ সেই আচরণ বন্ধ করার জন্যই নেওযা হয়েছে। আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। ২০২৫ আইপিএল মরশুমে ফের মারমুখী হয়ে দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। তার আগে মুম্বই ম্যানেজমেন্টের এই বার্তাকে রোহিত শর্মা এবং তাঁর সতীর্থরা কতটা গুরুত্ব দেন এখন সেটাই দেখার।