আজকাল ওয়েবডেস্ক: এমএস ধোনিকে ভারতীয় কোচ হিসেবে দেখতে চান আকাশ চোপড়া। গৌতম গম্ভীরের কোচিং নিয়ে কথা প্রসঙ্গে এমন ইচ্ছার কথা জানান ভারতের প্রাক্তনী। ২০২১ টি-২০ বিশ্বকাপের সময় টিম ইন্ডিয়ার মেন্টর হিসেবে দেখা গিয়েছিল ধোনিকে। গম্ভীরের তত্ত্বাবধানে মিশ্র রেজাল্ট ভারতীয় দলের। বর্তমানে কোচিংয়ের জন্য পাওয়া যাবে না ধোনিকে। কারণ এখনও আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন। ইউ টিউব ভিডিওতে ধোনির হেড কোচ হওয়ার প্রসঙ্গ তুলে ধরেন। চোপড়া বলেন, 'এটা একটা বড় বিষয়। কোচিং কঠিন কাজ। খেলোয়াড় জীবনের মতোই ব্যস্ত থাকতে হয়। কখনও তারও বেশি। তোমার পরিবার আছে। মনে হতে পারে সারাজীবন এটাই করেছে। সুটকেসে জীবন কাটিয়েছে। তাই হয়ত একই জিনিস আর নাও করতে চাইতে পারে। সেই কারণেই অনেক প্লেয়ার কোচিংয়ে আসতে চায় না। কেই এলেও, সেটা দু'তিন মাসের আইপিএলে করতে চায়। ফুল টাইম ভারতের হেড কোচ হলে, বছরে দশ মাসের কমিটমেন্ট।'
ভারতের প্রাক্তন ক্রিকেটার মনে করেন, ভারতীয় ক্রিকেটকে কিছু ফিরিয়ে দিতে চাইলে তবেই ধোনি কোচিংয়ে আসার কথা ভাবতে পারে। ২০২৫ আইপিএলে ঋতুরাজ গায়কোয়াড়ের পরিবর্তে অস্থায়ী অধিনায়ক হিসেবে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেন ধোনি। প্রথমবার টেবিল শেষে শেষ করে পাঁচবারের চ্যাম্পিয়নরা। পরের আইপিএলে প্রতিযোগিতামূলক দল গড়ার চ্যালেঞ্জ তাঁদের সামনে। প্রসঙ্গত, কয়েকদিন আগে বিরাট কোহলি, রোহিত শর্মার ভবিষ্যত নিয়েও মন্তব্য করেন চোপড়া। অক্টোবরে আবার একদিনের ক্রিকেট খেলতে নামবে ভারত। কোহলি এবং রোহিতের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। স্বাভাবিক প্রক্রিয়া অনুযায়ী দলে স্থান পাওয়া উচিত রোহিত এবং বিরাটের। এখনও সরকারিভাবে একদিনের ক্রিকেট দলের অধিনায়ক রোহিত। কিছু রিপোর্টে জানা যাচ্ছে, দেশের জার্সিতে সেটাই হতে পারে দুই মহাতারকার শেষ সিরিজ। ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে এগোতে চাইছে টিম ম্যানেজমেন্ট।
টি-২০ এবং টেস্ট থেকে অবসর নিয়েছেন রোহিত এবং কোহলি। শুধু একদিনের আন্তর্জাতিকে খেলবেন। কিন্তু চলতি বছর ভারতের খুব বেশি একদিনের ম্যাচ নেই। সুতরাং, মাত্র কয়েকটা ম্যাচ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে যথেষ্ট হবে কিনা সেই নিয়ে এখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া মনে করেন, ভুল ফরম্যাট থেকে অবসর নিয়েছেন দুই তারকা। তাঁর মতে, টেস্ট খেলা চালিয়ে যাওয়া উচিত ছিল তাঁদের। আকাশ চোপড়া বলেন, 'দু'জনেই ভুল ফরম্যাট থেকে অবসর নিয়েছে। হঠাৎ করে টেস্টকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে নেয়। ওরা শুধু একদিনের ক্রিকেট খেলবে বলে জানিয়েছে। এটাই সমস্যার। টেস্ট ক্রিকেট সবচেয়ে কঠিন। সাদা বলের ক্রিকেট গড়পড়তা। তবে টেস্টের ক্ষেত্রে সেটা আলাদা। টেস্ট যতটা কঠিন, ব্যাটারদের জন্য একদিনের ক্রিকেট ততটাই সহজ। সেইভাবে কোনও চাপ থাকে না।'
