আজকাল ওয়েবডেস্ক: মেরি ক্রিসমাস। ২৫ ডিসেম্বর বড়দিন। দেশজুড়ে চলছে উৎসবের আমেজ। ক্রীড়াবিদরাও এই আনন্দে মেতেছেন। বিরাট কোহলি থেকে মহেন্দ্র সিং ধোনি। প্রত্যেকেই নিজের মতো করে কাটাচ্ছেন ক্রিসমাস। আর ধোনি তো একেবারে সান্তা সেজে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ধোনি এখন হটকেক।
 
 তার সান্তা সাজ নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। 
 
 পাঁচ বছর হয়ে গেল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহি। তবুও তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েনি। বড়দিনের দিন ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন ধোনির স্ত্রী সাক্ষী। সেই পোস্টে দেখা যাচ্ছে, সান্তার পোশাকে মাহি। পাশে রয়েছেন স্ত্রী ও মেয়ে জিভা। ইতিমধ্যেই এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পোস্ট করার ২ ঘণ্টার মধ্যে পেয়েছে ৫০ হাজারের বেশি লাইক।
 
 তিনি ক্যাপ্টেন কুল। দেশকে একাধিক আইসিসি ট্রফি দিয়েছেন। তা ২০০৭ সালের টি২০ বিশ্বকাপ হোক। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ হোক আর ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হোক। আর সব ট্রফি জিতেই সতীর্থদের এগিয়ে দিয়েছেন মিডিয়ার প্রচারের সামনে। নিজে থেকেছেন অন্তরালে। এটাই আদর্শ নেতার কাজ। সতীর্থদের এগিয়ে দাও সাফল্য উপভোগ করতে। 
 
 কাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাচ্ছে বক্সিং ডে টেস্ট। মেলবোর্নে নামবে ভারত। বিরাট, রোহিতরা হয়ত সান্তা ধোনির থেকে উপহার চেয়ে বসবেন। আর ধোনি বলবেন, মাথা ঠান্ডা রাখ। যেটা ভাল করতে পারো, সেটাই করে যাও। দীর্ঘ অধিনায়ক জীবনে এটাই তো তিনি শিখিয়ে এসেছেন সতীর্তদের। আর হাতটা রেখেছেন কাঁধে। 
