আজকাল ওয়েবডেস্ক: অবশেষে জল্পনার অবসান। আরও একটি আইপিএলে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে। পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ককে রিটেন করছে চেন্নাই সুপার কিংস। ধোনির সঙ্গে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। আনক্যাপড প্লেয়ার হিসেবে চার কোটি দিয়ে মাহিকে রাখা হবে। শোনা যাচ্ছে, অক্টোবরের মাঝামাঝি সিএসকের কর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন ধোনি। একটি রিপোর্ট অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসেছেন ভারতের অন্যতম সেরা অধিনায়ক। আগামী সপ্তাহে ফ্র্যাঞ্চাইজির কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। অজয় জাদেজা মনে করেন, চেন্নাইয়ের রিটেনশন তালিকায় অবশ্যই থাকবেন ধোনি। জাদেজা বলেন, 'এমএস ধোনি অবশ্যই থাকবে। সেই নিয়ে কোনও সন্দেহ নেই। কারণ ও এখন আনক্যাপড প্লেয়ার। ও দলের জন্য অনেক কিছু করেছে। তবে এখন দলের একনম্বর প্লেয়ার হিসেবে ট্রিটমেন্ট পেতে চায় না। যদিও ওর মূল্য নিয়ে প্রশ্ন করার জায়গা নেই।' জাদেজা মনে করেন, ধোনির পাশাপাশি ঋতুরাজ গায়কোয়াড় এবং রবীন্দ্র জাদেজাকে রিটেন করবে চেন্নাই। 

প্রসঙ্গত, কয়েকদিন আগেই রিটেনশনের নিয়মকানুন জানিয়ে দিয়েছে বিসিসিআই। নতুন নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটার শেষ পাঁচ বছর ভারতের জার্সিতে না খেললে তাঁকে 'আনক্যাপড' প্লেয়ার ধরা হবে। যার ফলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে অনেক কম অর্থের বিনিময়ে রেখে দিতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। এই নিয়ম এমএস ধোনির ক্ষেত্রেও প্রযোজ্য। যার ফলে মাত্র ৪ কোটি খরচ হবে ধোনির পেছনে।