আজকাল ওয়েবডেস্ক: মহেন্দ্র সিং ধোনিকে কি দেখা যাবে আগামী আইপিএলে? এ নিয়ে জোর চর্চা গোটা দেশে।
এই আবহেই শোনা যাচ্ছে চেন্নাই সুপার কিংস স্থির করে ফেলেছে তাদের রিটেনশন লিস্ট। সেই তালিকায় রাখা হয়েছে পাঁচ জনকে। এই পাঁচজনের তালিকায় রয়েছেন এম এস ধোনিও।
কোন পাঁচ জন ক্রিকেটারকে রেখে দিচ্ছে চেন্নাই সুপার কিংস?
একটি ক্রীড়া ওয়েবসাইটের খবর অনুযায়ী, মেগা নিলামের আগে রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, পাথিরানা ও ধোনিকে রেখে দিচ্ছে সিএসকে। যদিও প্রথম চারের মধ্যে মাহিকে রাখেনি সিএসকে।
আগামী আইপিএলে ক' জন ক্রিকেটারকে রেখে দিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো, সেই সম্পর্কে কোনও নির্দেশিকা এখনও দেয়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বিসিসিআই-এর দিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।
বিসিসিআই চার জন ক্রিকেটারকে ধরে রাখার নির্দেশ দিলে সমস্যা হতে পারে চেন্নাই সুপার কিংসের। সেই কারণে প্রথম চারে রাখা হয়নি বিশ্বজয়ী অধিনায়ককে। রিটেনশন তালিকায় ধোনিকে রাখা হয়েছে পাঁচ নম্বরে। তবে রিটেনশন তালিকায় একেবারেই রাখা হয়নি দীপক চাহার, ডেভন কনওয়ে, ডারিল মিচেল, থিকশানাকে।
যদি পাঁচ জনকে রিটেন করার অনুমতি দেয় বোর্ড, সেক্ষেত্রে ২০২৫ সালের আইপিএলেও ধোনিকে খেলতে দেখা যাবে। আর ধোনি দলে থাকা মানেই গ্যালারি থেকে সমস্বরে চেন্নাই ভক্তরা চিৎকার করে উঠবেন, ''মাহি মার রাহা হ্যায়।''
