আজকাল ওয়েবডেস্ক: ২০১২ সালে ভারতীয় দল থেকে বিতর্কিতভাবে ছিটকে যাওয়ার পর মুখ খুলেছিলেন ইরফান পাঠান। তার পাঁচ বছর কেটে গিয়েছে। কিন্তু আচমকা ক্যাপ্টেন কুলের হুকা মিম ভেসে উঠল সোশ্যাল মিডিয়ায়। এমএস ধোনির নেতৃত্বে শেষবার ভারতীয় দলে খেলতে দেখা গিয়েছে তারকা অলরাউন্ডারকে। শেষ একদিনের ম্যাচ ৫ উইকেট তুলে নেন। কিন্তু টিম ইন্ডিয়া থেকে বাদ পড়ার কারণ শুধুমাত্র নির্বাচকরা জানে। ২০২০ সালে একটি সাক্ষাৎকারে, তাঁর পারফরম্যান্স এবং জাতীয় দলে ভবিষ্যৎ নিয়ে ধোনির সঙ্গে কথা বলেন পাঠান। এই প্রসঙ্গে ইরফান বলেন, 'আমি ওকে জিজ্ঞেস করেছিলাম। ২০০৮ অস্ট্রেলিয়া সিরিজে মাহি ভাইয়ের বিবৃতি প্রকাশ্যে এসেছিল। সেখানে বলেছিল, ইরফান ভাল বল করছে না। কিন্তু আমি ভেবেছিলাম, গোটা সিরিজে আমি ভাল বল করেছি। তাই আমি মাহি ভাইকে জিজ্ঞেস করি। কখনও মিডিয়া বিবৃতি বদলে দেয়। তাই আমি ওর থেকে জানতে চেয়েছিলাম। মাহি ভাই বলে, না ইরফান, এরকম কিছু না। এখনও পর্যন্ত সবকিছু প্ল্যানমাফিক এগোচ্ছে। এইধরনের উত্তর পেলে মনে হয় সব ঠিকই হচ্ছে। এরপরও যদি বারবার একই প্রশ্ন করে যাই, নিজের আত্মমর্যাদায় আঘাত করা হবে।'

সাক্ষাৎকারে ধোনিকে একহাত নেন ইরফান। তিনি জানান, বাকি কয়েকজন প্লেয়ারের মতো ধোনির রুমে গিয়ে তিনি কোনওদিন হুকা সেট করেননি। সেই কারণেই তাঁকে অকালে দল থেকে ছেঁটে ফেলা হয়েছে। এই প্রসঙ্গে ইরফান বলেন, 'কারোর ঘরে গিয়ে আমার হুকা সেট করার অভ্যাস নেই। এই নিয়ে কিছু বলতেও চাই না। সবাই জানে। মাঝেমধ্যে এগুলো নিয়ে কথা না বলাই ভাল। ক্রিকেটারের কাজ মাঠে পারফর্ম করা। আমি তাতেই ফোকাস করতাম।' এর আগেও ধোনির হুকা খাওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। এবার সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। একাধিক মিম তৈরি হয়েছে। এমনকী ২০১৮ সালে অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটার জর্জ বেইলিও ধোনির হুকা খাওয়ার কথা জানান। বেইলি বলেছিলেন, 'ও একটু শিশা বা হুকা খেতে ভালবাসে। তাই নিজের ধরেই কখনও সেট আপ করত। সবার জন্য ঘরের দরজা খোলা থাকত। ঘরের ভেতর প্রচুর তরুণ প্লেয়ারদের আনাগোনা চলত।' অনেকেই দাবি করে, তরুণ উঠতি ক্রিকেটারদের দিয়ে নিজের ঘরে হুকা সেট করাতেন ধোনি। প্রসঙ্গত, বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ধোনি। কয়েকদিন আগেই স্ত্রী এবং মেয়েকে নিয়ে রাঁচির এক মন্দিরে যান। তাঁর আইপিএল ভবিষ্যৎ নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। আগামী বছরও ধোনিকে হলুদ জার্সিতে দেখা যাবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করছে।নিজে এই প্রসঙ্গে কিছু জানাননি মাহি। বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত। আইপিএলের প্রাক্কালে নিজের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেবেন।