আজকাল ওয়েবডেস্ক: রিইউনিয়ন একেই বলে। ডিনার শেষে নিজেই গাড়ি ড্রাইভ করে একদা সতীর্থ বিরাটকে হোটেলে পৌঁছে দিলেন মহেন্দ্র সিং ধোনি।
প্রসঙ্গত, রাঁচিতে রবিবার সিরিজের প্রথম একদিনের ম্যাচে ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা। দল পৌঁছনোর আগেই সেখানে পৌঁছে গিয়েছেন বিরাট ও রোহিত। অনুশীলনও শুরু করে দিয়েছেন। বৃহস্পতিবার রাতে ধোনির বাড়িতে ডিনারে গিয়েছিলেন বিরাট, পন্থ, রুতুরাজরা।
প্রসঙ্গত, টেস্টে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোয়াইট ওয়াশ হওয়ার পরে এবার সম্মানরক্ষার লড়াইয়ে মেন ইন ব্লু। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ফিরছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। সিরিজ জয়ের পাশাপাশি রাঁচির আমজনতার উন্মাদনা রয়েছে ‘রো–কো’র প্রত্যাবর্তন ঘিরেও। এই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল।
তবে ম্যাচের আগেই ধোনি–কোহলি রিইউনিয়নে মজে নেটপাড়া। বুধবার রাঁচিতে পৌঁছে গিয়েছেন বিরাট। বৃহস্পতিবার রোহিতের সঙ্গে অনুশীলন করতেও দেখা গিয়েছে তাঁকে। বৃহস্পতিবার সন্ধেয় বিরাট পৌঁছে যান তাঁর প্রিয় মাহি ভাইয়ের বাড়িতে। সঙ্গে ছিলেন ঋষভ পন্থও। তারপর ডিনার শেষে দুই তারকা ক্রিকেটারকে নিজের গাড়িতে বসিয়ে হোটেলে পৌঁছে দেন মাহি স্বয়ং। তিনি গাড়ি চালাচ্ছেন, সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। পাশে বসে রয়েছেন বিরাট। মুগ্ধ হয়ে নেটিজেনদের মত, এটাই বছরের সেরা রিইউনিয়ন।
এদিকে, বৃহস্পতিবার রোহিত ও কোহলির অনুশীলনের একটি ভিডিও প্রকাশ করেছে ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থা। সেখানে দেখা যাচ্ছে, রাঁচির মাঠে অনুশীলন করছেন দুই তারকা। কোহলির পরনে ভারতের অনুশীলন জার্সি। রোহিত পরেছেন কালো টি–শার্ট। নেটে পাশাপাশি দীর্ঘ সময় ধরে ব্যাট করেন তাঁরা। সবরকম শট খেলতে দেখা যায় তাঁদের। রোহিত বেশ কয়েকটি ছক্কাও মারেন। তবে কোহলি মাটিঘেঁষা শটই খেলছিলেন।
রোহিত, কোহলি ছাড়াও অনুশীলনে হাজির ছিলেন তিলক বর্মা ও রুতুরাজ গায়কোয়াড়। দু’জন দাঁড়িয়ে রোহিত, কোহলির ব্যাটিং দেখেন। তার পর নেটে ব্যাট করেন তাঁরা। চার ক্রিকেটারের সঙ্গে দলের থ্রো–ডাউন বিশেষজ্ঞও ছিলেন। স্থানীয় বোলারদের বিরুদ্ধে ব্যাট করেন তাঁরা। উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের ক্রিকেটার শাহবাজ নাদিমও।
অনুশীলন সেরে নৈশভোজ সারতে ধোনির বাড়িতে যান কোহলি ও পন্থ। কোহলির গাড়ি ধোনির বাড়িতে প্রবেশের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, কোহলির গাড়ির সামনে ও পিছনে নিরাপত্তারক্ষীদের গাড়ি রয়েছে। ভারতীয় ক্রিকেটারকে দেখার জন্য ধোনির বাড়ির বাইরে ভিড় জমান ভক্তরা। গাড়ির ভিতর থেকে হাত নাড়েন কোহলি। পন্থকে দেখা না গেলেও জানা গিয়েছে, ধোনির বাড়িতে গিয়েছিলেন দলের উইকেটরক্ষক–ব্যাটারও। গিয়েছিলেন রুতুরাজ গায়কোয়াড়ও।
