আজকাল ওয়েবডেস্ক:‌ ইংল্যান্ডে ক’‌টি টেস্ট খেলবেন জসপ্রীত বুমরা?‌ যা জানা যাচ্ছে, তিনটি টেস্ট খেলবেন। কিন্তু কোন তিনটি?‌ টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, পরিস্থিতি ও সিরিজের ফলের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে কোন তিনটি টেস্টে বুমরাকে খেলানো হবে।


ইংল্যান্ড পৌঁছে এখনও অবধি তিনটি নেট সেশন করেছে টিম ইন্ডিয়া। তিনটি সেশনেই বুমরাকে ঝরঝরে ও শক্তিশালী দেখিয়েছে। এমনটাই জানিয়েছেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ মরনি মরকেল। আর তা দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছেন মরকেল।


২০ জুন শুরু প্রথম টেস্ট। বিরাট, রোহিত ও অশ্বিনের অবসরের পর দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার এখন বুমরা। দেশের হয়ে তিনি শেষ খেলেছিলেন চলতি বছরের শুরুতে সিডনি টেস্টে। সেই টেস্টেই তিনি চোট পান। ফলে খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আইপিএলেও শুরুর কয়েকটা ম্যাচে ছিলেন না। এবার টিম ইন্ডিয়ায় কামব্যাক করতে চলেছেন এই স্পিডস্টার।


আর অনুশীলনে বুমরাকে দেখে মরকেল এতটাই খুশি যে তাঁর মনে হয়েছে, গত তিন দিনে ডিউক বলে বুমরার তীব্রতা ও ছন্দ দেখে তিনি মুগ্ধ। তবে মরকেল এটাও জানিয়েছেন যে গোটা সিরিজ জুড়েই বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টি বিবেচনা করবে টিম ম্যানেজমেন্ট।


মরকেলের কথায়, ‘‌বুমরা জানে কীভাবে নিজেকে প্রস্তুত করতে হয়। গত তিন দিন অনুশীলনে বুমরাকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। এনার্জি লেভেল দেখে একেবারে মুগ্ধ। শরীরও ভাল জায়গায় রয়েছে। বুমরাকে যথেষ্ট বুদ্ধি করে ব্যবহার করতে হবে। কারণ ও আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বোলার।’‌ 


মরকেল চান রেড্ডি ইংল্যান্ডে আরও বেশি বল করুক। তাঁর কথায়, ‘‌নীতীশ রেড্ডির মধ্যে স্কিল রয়েছে। যত বেশি বিকল্প থাকবে ততই ভাল। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিতে দক্ষ। তাই বোলার রেড্ডিকে আরও বেশি করে ব্যবহার করতে চাই। ওর ব্যাটিংয়ের দক্ষতা জানি। এবার বোলিংটাও আরও বেশি করুক।’‌