আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় দলের সঙ্গে যোগ দিলেন মর্নি মরকেল। বুধবার দুবাইয়ে রোহিতদের অনুশীলনে যোগ দিলেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর একদিন আগে বাবার মৃত্যুসংবাদ পাওয়ার পর দেশে ফিরে গিয়েছিলেন। কবে ফিরবেন সেই বিষয়ে কোনও খবর ছিল না। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচের বেশ কয়েকদিন আগেই ফিরে এলেন মরকেল। ১৫ ফেব্রুয়ারি ভারতীয় দলের সঙ্গে দুবাই পৌঁছেছিলেন তিনি। ১৬ ফেব্রুয়ারি দুপুরে আইসিসি অ্যাকাডেমিতে দলের অনুশীলনে ছিলেন। কিন্তু পরের দিন হাজির ছিলেন না। তারপর তাঁর বাবার মৃত্যুর খবর জানা যায়।
বুধবার টিম বাস থেকে নামতে দেখা যায় মরকেলকে। কালো শর্টস এবং সাদা রঙের হুডি পরে ছিলেন। গতবছর সেপ্টেম্বরে ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হন প্রাক্তন প্রোটিয়া পেসার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া। বাংলাদেশের পর পাকিস্তানের বিরুদ্ধেও ৬ উইকেটে জেতে। জোড়া ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট সংগ্রহ করে ফেলেছে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি। রবিবার গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি টিম ইন্ডিয়া। যদিও এই ম্যাচের কোনও গুরুত্ব নেই। গ্রুপ এ থেকে দুই দলই শেষ চারে চলে গিয়েছে। তবে জয়ের অভ্যাস ধরে রাখতে চাইবেন রোহিতরা।
