আজকাল ওয়েবডেস্ক: ডার্বিতে মোহনবাগানের জয়জয়কার অব্যাহত। বড়দের হোক, বা ছোটদের, ছবিটা বদলাচ্ছে না। নতুন বছরে ইতিমধ্যেই চারটে ডার্বি জিতে নিল মোহনবাগান। তাও মাত্র ১০ দিনে। সোমবার দুটো ছোটদের ডার্বির মধ্যে একটা ড্র, একটা জয়। ফেডারেশনের অনূর্ধ্ব-১৭ ইউথ লিগের ডার্বি গোলশূন্য ড্র হল। অন্যদিকে অনূর্ধ্ব-১৫ রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ স্পোর্টসের ডার্বিতে ইস্টবেঙ্গলকে ৩-০ গোলে হারাল মোহনবাগান। গোল করেন রূপম মণ্ডল, তনয় বৈরাগী এবং সঞ্জু সিকদার। দশ দিনে চতুর্থ ডার্বি জয় মোহনবাগানের। এর আগে গত সপ্তাহে ৭২ ঘণ্টার মধ্যে জোড়া ডার্বি জিতেছিল সবুজ মেরুন। চারদিনে ডার্বি জয়ের হ্যাটট্রিক। শেষ আট ডার্বির মধ্যে ছ'টিতে জয়। আইএসএলের পর ৪৮ ঘণ্টার মধ্যে ছোটদের বড় ম্যাচেও জেতে মোহনবাগান। নিজেদের মাঠে রিলায়েন্স ফাউন্ডেশনের অনূর্ধ্ব-১৭ ইউথ লিগে ১-০ গোলে ইস্টবেঙ্গলকে হারায় ম্যাচের একমাত্র গোল করেন আদিত্য মণ্ডল। এদিন তার ফিরতি ডার্বি গোলশূন্য ড্র হয়।
সোমবার সকালে ইস্টবেঙ্গল মাঠে দুই দল আপ্রাণ চেষ্টা করেও গোলমুখ খুলতে পারেনি। বাগানের একটা শট পোস্টে লাগে। একটা গোললাইন সেভ হয়। এদিন দুই দলের মধ্যে খেলার বিচারে কিছুটা এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। তবে সবুজ মেরুন রক্ষণ ভাঙতে পারেনি। অনূর্ধ্ব-১৭ ডার্বিতে আটকে গেলেও, এদিনই দমদমে আরও একটি বড় ম্যাচে দাপটের সঙ্গে জিতল মোহনবাগান। অনূর্ধ্ব-১৫ রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ স্পোর্টসের ডার্বিতে তিন গোলে জয় বাগানের। আরও একবার ইস্টবেঙ্গলকে গুঁড়িয়ে দিল সবুজ মেরুন ব্রিগেড। ডার্বি জয়ে অনূর্ধ্ব-১৫ রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ স্পোর্টস চ্যাম্পিয়ন মোহনবাগান।
