আজকাল ওয়েবডেস্ক: মোহনবাগানের বিজয়রথ অব্যাহত। আবার জুনিয়রদের ডার্বি জয়। মঙ্গলবার ফেডারেশনের অনূর্ধ্ব ১৫ জুনিয়র লিগে ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে হারাল মোহনবাগান। জোড়া গোল করেন রোহিত বর্মন। অন্য গোলটি আকাশ শেখের। এদিন আরএফডিএলের জোনাল পর্বের ম্যাচও ছিল সবুজ মেরুন ব্রিগেডের। সুদেভার বিরুদ্ধে ২-০ গোলে জেতে মোহনবাগান। গোল করেন পাসাঙ্গ এবং উমর। সিনিয়র হোক বা জুনিয়র, সর্বত্র জয়জয়কার সবুজ মেরুনের। 

মোহনবাগানের সিনিয়র দলের মতো অনূর্ধ্ব-১৫ দলও একটানা সাফল্য পাচ্ছে। তিনদিন আগে ফেডারেশনের অনূর্ধ্ব-১৫ জুনিয়র লিগে অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টস অ্যাকাডেমিকে ৭-১ গোলে হারায় সবুজ মেরুনের জুনিয়ররা। জোড়া গোল করেন রাজদীপ পাল এবং রোহিত বর্মন। বাকি তিনটে গোল করেন পাবন দাস, আকাশ শেখ এবং রোকি দাস। মঙ্গলবারের জয়ের ফলে ৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে একনম্বরেই থাকল মোহনবাগান। মোট ৪৪টি গোল করে ফেলেছে জুনিয়র ব্রিগেড। তিনটে ক্লিনশিট। সর্বোচ্চ গোলদাতা রাজদীপ। ২০ গোল তাঁর। অনূর্ধ্ব-১৫ ফেডারেশনের জুনিয়র লিগের ফাইনাল রাউন্ডে আগেই চলে গিয়েছে মোহনবাগান। এদিন জয়ের ধারা অব্যাহত থাকল।