আজকাল ওয়েবডেস্ক: ভারতে প্রথম বছরেই নজর কেড়েছেন জেমি ম্যাকলারেন। সবুজ-মেরুন জার্সিতে মোহনবাগান সমর্থকদের প্রত্যাশা পূরণ করেছেন অজি গোলমেশিন। নতুন মরশুমে তিনি মাঠে নামতে মরিয়া। মোহনবাগানকে আরও কিছু দিতে চান তিনি। 

গতবারের আইএসএলে ২৫টি ম্যাচে এক ডজন গোল করেন তিনি। গোল সংখ্যার নিরিখে বিচার করলে তা কম মনে পারে। কিন্তু ম্যাচের মোক্ষম সময়ে গোল করেন ম্যাকলারেন। পুরোদস্তুর টিমম্যান বলতে যা বোঝায় অস্ট্রেলিয়ান তারকা তাই। 

তিনি বলেন, ''ব্যক্তিগত পুরস্কার পেতে সবারই ভাল লাগে। কিন্তু এমনও হতে পারত যে, আমি গোল্ডেন বল পেলে হয়তো আমার দলের জোড়া খেতাব পাওয়া হত না। ফুটবল এক মজার খেলা। এখানে কখন, কী হয় কিছু বলা যায় না।'' 

সম্প্রতি ক্লাবের নিজস্ব ইউটিউব চ্যানেল এসবিএসজি টিভি-তে দেওয়া সাক্ষাৎকারে এই কথাগুলোই বলেন অজি তারকা। 

অল্প সময়ে এসেই তিনি জিতে নিয়েছেন মোহনবাগান সমর্থকদের মন। আবার মোহনবাগান সমর্থকরাও ম্যাকলারেনে মজে। অজি তারকা বলেন, ''আমাদের প্রতিপক্ষদের কাছে কলকাতায় এসে খেলা কঠিন। তার অন্যতম কারণ, আমাদের  সমর্থকরা। ৬০-৭০ হাজার মানুষ যদি একসঙ্গে একটা দলের জন্য গলা ফাটাতে শুরু করে এবং ওরা যখন আমাদের উৎসাহ জোগানোর জন্য চিৎকার করে, তখন শেষ পর্যন্ত লড়াই করার ইচ্ছাশক্তি প্রবল ভাবে বেড়ে যায়।''

২৯ জুলাই মোহনবাগান দিবস। সেদিনই তাঁর  জন্মদিন। ম্যাকলারেন বলছেন, ''সবুজ-মেরুন জার্সিতে ফের মাঠে ফিরতে চাই। গত বছর আমরা যা করেছিলাম, তা বজায় রাখতে চাই। আমাদের সেই মান বজায় রাখতে হবে। গর্বের সঙ্গে মোহনবাগানের জার্সি পিঠে চাপিয়ে মাঠে নামার অপেক্ষায়।''