আজকাল ওয়েবডেস্ক: সুপার কাপ থেকে ছিটকে গিয়ে বড় সড় বিস্ফোরণ ঘটিয়ে দিলেন মোহনবাগান কোচ হোসে মোলিনা।
জানিয়ে দিলেন, নতুন প্লেয়ারকে সই করানোর ব্যাপারে তাঁর কোনও ভূমিকা নেই। মোহনবাগান সুপারজায়ান্ট ম্যানেজমেন্ট নতুন প্লেয়ার সই করিয়েছে। ম্যাচের সময়ে প্রথম একাদশ নির্বাচন, ফর্মেশন, ম্যাচ-প্রস্তুতি, কাদের খেলানো হবে এগুলোই তাঁর কাজ। তিনি ম্যানেজমেন্টকে পরামর্শ দেন কিন্তু কোন প্লেয়ার নেওয়া হবে সেটা তাঁর কাজ নয়। সেটা স্থির করে ম্যানেজমেন্ট।
গত মরশুমের প্রসঙ্গ টেনে এনেছেন মোলিনা। বলেছেন, কাপ ফাইনালের পরের দিন সকালে তিনি ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসেছিলেন। তাঁর বক্তব্য, পরিকল্পনা পরিষ্কার করে জানিয়েছিলেন। মাঝমাঠের একজন বিদেশি ফুটবলার তিনি চেয়েছিলেন। কিন্তু তাঁর কথামতো প্লেয়ার নেয়নি ম্যানেজমেন্ট।
সুপার কাপ থেকে মোহনবাগান ছিটকে যাওয়ার পরই ছড়িয়ে যায় মোলিনা হয়তো দায়িত্ব থেকে সরে যাবেন। সবুজ-মেরুন ফুটবলারদের ছুটি দেওয়া হয়েছে। কারণ সামনে আইএসএল ছাড়া অন্য কোনও টুর্নামেন্ট নেই সবুজ-মেরুনের সামনে। কবে আইএসএল হবে, তা এখনও জানা নেই।
সুপার কাপে ইস্টবেঙ্গল এখনও টিকে রয়েছে। ফলে লাল-হলুদ খেলবে। কিন্তু মোহনবাগান আপাতত বিশ্রাম দিয়েছে ফুটবলারদের।
এরকম পরিস্থিতিতে অনেকেই মনে করছেন মোলিনা নিজের ব্যর্থতা ঢাকতে ম্যানেজমেন্টের উপরে দায় চাপাচ্ছেন। তবে কি ভিতরে ভিতরে কোচ ও ম্যানেজমেন্টের মধ্যে সংঘাত চলছে? তা বেরিয়ে এল সুপার কাপ থেকে ছিটকে যেতেন?
আরও একটা বিষয় নিয়ে জল্পনা বাড়ছে। মোহনবাগান ফুটবলাররা যখন ছুটিতে যাচ্ছেন, তখন দেশে না ফিরে স্প্যানিশ কোচ ফিরছেন কলকাতায়। সব কিছু নিয়েই রয়েছে রহস্য। কেবলমাত্র জয় মোহনবাগানকে নিয়ে যেত সুপার কাপের শেষ চারে। অন্যদিকে ড্র করলেই সেমিফাইনালের পাসপোর্ট জোগাড় করে ফেলত ইস্টবেঙ্গল। এই পরিস্থিতিতে লাল-হলুদ ব্রিগেড ড্র করে মোহনবাগানের সঙ্গে। অস্কার ব্রজোঁর দল পৌঁছে যায় শেষ চারে। অন্যদিকে মোহনবাগান ছিটকে যাওয়ায় নতুন করে তৈরি হল বিতর্ক। সেই বিতর্কে ঘৃতাহুতি দিলেন গতবারের সফল কোচ হোসে মোলিনা।
