আজকাল ওয়েবডেস্ক: আবার ডার্বির রং সবুজ মেরুন। ৭২ ঘণ্টার মধ্যে জোড়া ডার্বি জয়। চারদিনে ডার্বি জয়ের হ্যাটট্রিক। শেষ ছয় ডার্বির মধ্যে পাঁচটিতে জয়। আইএসএলের পর এবার ছোটদের বড় ম্যাচেও জিতল মোহনবাগান। বুধবার সকালে নিজেদের মাঠে অনূর্ধ্ব-১৭ ইউথ লিগে ১-০ গোলে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান। ম্যাচের একমাত্র গোল করেন আদিত্য মণ্ডল। খেলার ৭৭ মিনিটে জয়সূচক গোল আসে। ডার্বি জয়ের পর স্টেইনগান সেলিব্রেশনে মাতেন বাগানের ছোটরা।
চলতি বছরের শুরুতেই ডার্বি জয়ের হ্যাটট্রিক। নির্দিষ্ট করে বললে, চারদিনে তিনটে ডার্বি জয়। শনিবার গুয়াহাটিতে বড়দের ম্যাচের আগে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামে ছোটরা। অনূর্ধ্ব-১৫ ডার্বি ২-১ গোলে জেতে মোহনবাগান। তার কয়েক ঘন্টা কাটতে না কাটতেই গুয়াহাটিতে ডার্বির রং সবুজ মেরুন। জেমি ম্যাকলারেনের একমাত্র গোলে আইএসএলের ফিরতি ডার্বি জেতে হোসে মোলিনার দল। তার রেশ কাটার আগেই আরও একবার মুখ থুবড়ে পড়ল ইস্টবেঙ্গল। এদিন ছিল অনূর্ধ্ব-১৭ দলের পালা।
বুধ সকালে ডার্বি হারের হ্যাটট্রিক আটকাতে পারল না ইস্টবেঙ্গলের জুনিয়ররা। দলকে তাতাতে মোহনবাগান মাঠে হাজির ছিল কিছু সমর্থক। তাঁদের মান রাখে সবুজ মেরুনের ছোটরা। প্রথমার্ধ গোলশূন্য শেষ হয়। সুযোগ পাওয়া সত্ত্বেও কোনও দলই গোল করতে পারেনি। ম্যাচের ৭৭ মিনিটে জয়সূচক গোল আদিত্য মণ্ডলের। দীর্ঘদিন পর ময়দানে ফিরলেন সোনি নর্ডি। তাঁর স্টেইনগান সেলিব্রেশন ফেরাল বাগানের জুনিয়র ব্রিগেড। রেফারি নিয়ে শোরগোল লাল হলুদ তাঁবুতে। রাজ্য সরকারের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গল কর্তারা। অন্যদিকে ছোট, বড় মিলিয়ে একের পর এক ডার্বি জিতে চলেছে মোহনবাগান।
