আজকাল ওয়েবডেস্ক: তিলক ভার্মার সার্জিকাল স্ট্রাইকে পাকিস্তান বিধ্বস্ত। এশিয়া কাপ ফাইনালে ভারত চ্যাম্পিয়ন। সূর্যরা দুবাইয়ে দাদাগিরি দেখানোর পরে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ''এবার খেলার মাঠেও অপারেশন সিঁদুর। ফলাফল একই--ভারত জিতেছে। আমাদের ক্রিকেটারদের অভিনন্দন।''
ভারত চ্যাম্পিয়ন হওয়ার পরে ট্রফি-মেডেল নিয়ে পালিয়ে যাওয়া মহসিন নকভি টেনে আনলেন যুদ্ধ প্রসঙ্গ। নকভি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ''যুদ্ধ যদি তোমাদের গর্বের মাপকাঠি হয়, তাহলে ইতিহাসের রেকর্ড বলছে পাকিস্তানের হাতে অসম্মানজনক হার হজম করতে হয়েছে তোমাদের। কোনও ক্রিকেট ম্যাচ সেই সত্যি নতুন করে লিখতে পারে না। খেলাধুলোর মধ্যে যুদ্ধকে টেনে আনা কেবল হতাশাই প্রকাশ করে এবং স্পিরিট অফ দ্য গেমকে অসম্মান করে।''
আরও পড়ুন: তিলকের সার্জিক্যাল স্ট্রাইকে লণ্ডভণ্ড পাকিস্তান! এশিয়া সেরা ভারত...
কিন্তু কার্যক্ষেত্রে এই নকভিই ভুলে গেলেন তাঁর কাজ। ভারতীয় ক্রিকেটারদের কষ্টার্জিত এশিয়া কাপের ট্রফি ও মেডেল নিয়ে পালিয়ে গেলেন। নকভি চ্যাম্পিয়নের ট্রফি নিয়ে হোটেলে রুমে পালিয়ে যান। আর তাঁর এহেন আচরণে প্রচণ্ড চটেছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেক্রেটারি দেবজিৎ সইকিয়া। তাঁর এই আচরণকে অখেলোয়াড়োচিত বলে উল্লেখ করেন সইকিয়া। তিনি বলেছেন, ''এসিসি চেয়ারম্যানের হাত থেকে ট্রফি নিতে আমরা অস্বীকার করেছিলাম। কারণ তিনি পাকিস্তানের একজন সিনিয়র মন্ত্রীও। এটাই আমাদের সিদ্ধান্ত ছিল।"

ভারতীয় ক্রিকেটাররা সেই সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে পালন করেন। সইকিয়ার বিস্ফোরণের কেন্দ্রে নকভি। বোর্ড প্রেসিডেন্ট বলেন, ''মেডেল ও ট্রফি নিয়ে চলে যাওয়ার অধিকার ওকে কে দিয়েছে! অত্যন্ত হতাশাজনক ও অখেলোয়াড়োচিত আচরণ। আশা রাখব ট্রফি ও মেডেল ভারতীয় ক্রিকেটারদের ফিরিয়ে দেবে দ্রুত।'' সইকিয়া আরও জানান, নভেম্বর মাসে আইসিসি কনফারেন্স হবে দুবাইয়ে। সেই সম্মেলনে এসিসি চেয়ারম্যানের আচরণের তীব্র প্রতিবাদ জানাবে বিসিসিআই।
সইকিয়া বলেন, ''ওদের সঙ্গে বিরোধ রয়েছে ভারতের। আমরা জানতাম ট্রফি তুলে দেবে সেই দেশেরই প্রতিনিধি। তাঁর কাছ থেকে আমরা ট্রফি নিতে পারি না। কারণ সেই প্রতিনিধির দেশের সঙ্গে আমাদের বিরোধ রয়েছে। এটাই ছিল আমাদের অবস্থান। কিন্তু তার অর্থ এই নয় যে ভদ্রলোক আমাদের ট্রফি এবং পদক নিয়ে হোটেল রুমে চলে যাওয়ার অধিকার রাখেন। এটা মেনে নেওয়া যায় না। আশা রাখব তিনি পুনর্বিবেচনা করবেন। এদিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।'' এশিয়া কাপ শেষ হলেও শেষ হল না বিতর্ক।
