আজকাল ওয়েবডেস্ক: কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ভূমিপুত্র সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের জন্য মহমেডান স্পোর্টিংকে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হল। তবে কোনও পয়েন্ট কাটা হয়নি। সোমবার আইএফএর গভর্নিং বডির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিনের সভায় উপস্থিত গভর্নিং বডির সদস্য ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধি দীপঙ্কর চক্রবর্তী জানান, সংশ্লিষ্ট ম্যাচের পয়েন্ট ইস্টবেঙ্গল নিতে রাজি নয়। এর আগে আইএফএর শৃঙ্খলারক্ষা কমিটি মহমেডানের ভূমিপুত্র সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য গভর্নিং বডির কাছে পাঠায়। তার প্রেক্ষিতে সোমবার বিকেলে গভর্নিং বডির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে মহমেডানের পয়েন্ট কেটে ইস্টবেঙ্গলকে তিন পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছিল। যার প্রতিবাদ জানায় ডায়মন্ড হারবার এফসি। কলকাতা লিগ থেকে নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় তাঁরা। এরপরই সিদ্ধান্তের পুনর্বিবেচনা করে বাংলার ফুটবল নিয়ামক সংস্থা। এছাড়াও এদিনের সভায় ঠিক হয়, আগামী দিনে আইএফএ নির্ধারিত ক্রীড়াসূচীর দিন পরিবর্তনের জন্য কোনও ক্লাবের কোনওরকম আবেদন গৃহীত হবে না। এদিন ইউরো ফুটবল অ্যাকাডেমির আবেদন মঞ্জুর করা হয়। সভায় গভর্নিং বডির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএর চেয়ারম্যান সুব্রত দত্ত, সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, কোষাধ্যক্ষ দেবাশিস সরকার, সহ সভাপতি সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস, দিলীপ নারায়ণ সাহা, সহ সচিব মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখার্জী এবং এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি।
