আজকাল ওয়েবডেস্ক: রাত পোহালেই যুবভারতীতে ডার্বি। আইএসএলে প্রথমবার মুখোমুখি হবে মোহনবাগান এবং মহামেডান। ম্যাচের আগে সবুজ মেরুনকে কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখলেন মহামেডান কোচ। এদিন সাংবাদিক সম্মেলনে মহামেডান কোচ বলেন, ‘মোহনবাগান ভাল দল। ভাল ফুটবলার আছে ওদের দলে। তবে কোনও বিশেষ ফুটবলারকে ভাবার নেই। প্রতিপক্ষের বিরুদ্ধেই আমার স্ট্র্যাটেজি সাজানো।

 

তবে এই ধরনের বড় ম্যাচে একটা পরিকল্পনা নিয়ে নামা যায় না। আমরাও বেশ কিছু পরিকল্পনা নিয়ে নামব’। গত তিন ম্যাচে চার পয়েন্ট পেলেও প্রথমবার আইএসএল খেলা মহামেডান মুগ্ধ করেছে সমর্থকদের। তার ওপর গত ম্যাচে চেন্নাইতে গিয়ে জিতে এসেছে মহামেডান। অন্যদিকে, মোহনবাগান তাদের শেষ ম্যাচে ৩-০ গোলে পর্যুদস্ত হয়েছে বেঙ্গালুরু এফসির কাছে। তাহলে বড় ম্যাচে কী আগে থেকেই ডিফেন্সিভ হয়ে যাবেন চের্নিশভ?

 

মহামেডান কোচ বলেন, ‘কোনও ডিফেন্সিভ নয়। আমরা জেতার লক্ষ্য নিয়ে নামব। জেতার স্টাইলে খেলব’। ম্যাচের আগে আরও একটা স্বস্তির বার্তা হল বর্তমানে মহামেডানে কোনও চোট আঘাতের ব্যাপার নেই। গোটা দল ফিট। ফলে, প্রথম একাদশে যে সবথেকে শক্তিশালী দলটাই নামাবেন চের্নিশভ তাতে কোনও সন্দেহ নেই। তিনি এদিন বলেন, ‘সবাই ম্যাচ খেলার জন্য ফিট। এটা একটা খুব ভাল খবর। খাতায় কলমে প্রতিপক্ষের দল শক্তিশালী। তবে সেটা নিয়ে ভাবছি না। চ্যাম্পিয়ন্স লিগেও অ্যাস্টন ভিলা বায়ার্ন মিউনিখকে হারিয়েছে। লিলি রিয়াল মাদ্রিদকে হারিয়েছে। ফুটবলে যা খুশি হতে পারে। আমাদের প্রতিপক্ষের জন্য কিছু সারপ্রাইজ রাখতে হবে’।

 

আশা করা যাচ্ছে শনিবার মাঠ ভরাবেন দুই দলের সমর্থকরাই। ফলে, কিশোর ভারতী না হলেও ঘরের মাঠের সুবিধা থেকে একেবার বঞ্চিত হচ্ছে না মহামেডান। চের্নিশভ জানান, যুবভারতীর পরিবেশ অন্য রকম। তবে সেটা নিয়ে ভাবছি না। আশা রাখছি সমর্থকরা মাঠে আসবেন দলের খেলা দেখার জন্য। আমরা আমাদের ১০০% দিয়ে নামব’।