আজকাল ওয়েবডেস্ক:‌ শোয়েব বশিরের বলটা ব্যাটে খেলেছিলেন। কিন্তু বুঝতে পারেননি সেটি আবার ঘুরে উইকেট ভেঙে দেবে। সিরাজ আউট হতেই লর্ডস টেস্ট জেতার স্বপ্ন শেষ হয়ে যায় ভারতের। 


দলকে জেতানোর আপ্রাণ চেষ্টা করেও তিনি ব্যর্থ। আউটের পরেই ব্যাটে ভর দিয়ে কাঁদতে দেখা গিয়েছিল টিম ইন্ডিয়ার পেসার মহম্মদ সিরাজকে। সেই ঘটনা নিয়ে প্রথমবার মুখ খুললেন সিরাজ।


লর্ডস টেস্টের পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন সিরাজ। লিখেছেন, ‘‌কিছু কিছু ম্যাচ সারা জীবন মনে থাকে। ফলাফলের জন্য নয়, আপনি সেই ম্যাচ থেকে কী শিক্ষা পেলেন তার জন্য।’‌ সিরাজ এটাই বোঝাতে চেয়েছেন যে লর্ডস টেস্ট থেকে তিনি অনেক কিছু শিখেছেন। আর সেটাই ফুটে উঠেছে তাঁর লেখায়। 
প্রসঙ্গত, লর্ডস টেস্টে যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছেন সিরাজ। প্রথম ইনিংসে জেমি স্মিথ এবং ব্রাইডন কার্সের মতো দুই অর্ধশতরানকারীর উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসে বেন ডাকেট এবং অলি পোপকে ফেরান। সব সময় পরিশ্রম করার জন্য তৈরি ছিলেন। 


লর্ডস ম্যাচের পর সিরাজের ভূয়সী প্রশংসা করেন নাসের হুসেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘‌বিরাটের মতো আবেগ রয়েছে ওর। সেই জন্যই কোহলির অধীনে অত ভাল খেলেছে। যদি ওকে তাতিয়ে দিয়ে মাঠে ছেড়ে দেন, তাহলে ওর চেয়ে বিপজ্জনক আর কেউ নেই। নিখুঁত বলের লাইন রেখে অলি পোপকে আউট করেছে। ওর মতো কাউকে আপনি সব সময় দলে চাইবেন। ভারতের সমর্থকরাও চায় সিরাজের মতো আবেগপ্রবণ ক্রিকেটারকে দলের হয়ে দেখতে।’‌ 
মঙ্গলবার আবার ভারতীয় দল গিয়েছিল ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করতে। ছিলেন কোচ গৌতম গম্ভীর–সহ সব সাপোর্ট স্টাফেরাও। শুভমন গিল, জসপ্রীত বুমরা, লোকেশ রাহুল, ঋষভ পন্থদের আগেই সেন্ট জেমস প্যালেসে পৌঁছে গিয়েছিল ভারতের মহিলা ক্রিকেট দল। লর্ডসে শুভমনদের লড়াইয়ের প্রশংসা করেন রাজা তৃতীয় চার্লস। সিরাজের দুর্ভাগ্যজনক আউটের কথাও শোনা যায় রাজার মুখে।

 

আরও পড়ুন:‌ ডার্বির স্থান নিয়ে বিরক্ত বাগান সচিব, কী জানালেন তিনি?‌


এদিকে, ব্রিটেনের রাজার সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। অধিনায়ক শুভমন গিল বলেন, ‘রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করার অভিজ্ঞতা দুর্দান্ত। অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তিনি আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। আমাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছেন। তিনি বলেছেন, লর্ডসে আমাদের শেষ ব্যাটার যেভাবে আউট হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা বলেছি, ম্যাচের ফল যে কোনও দলের পক্ষেই যেতে পারত। ফলাফলটা আমাদের জন্য দুর্ভাগ্যের। আশা করি, বাকি দু’টি টেস্টে আমরা আরও ভাল খেলব।’

এদিকে হারের জন্য টপ অর্ডারের ব্যর্থতা এবং প্রথম ইনিংসে লিড নিতে না পারাকে দুষেছেন শুভমন। বলেছেন, ‘‌সোমবার সকালেও ভেবেছিলাম ম্যাচটা জিতে যাব। কারণ অনেকের ব্যাট করা বাকি ছিল। তবে ইংল্যান্ড যেভাবে আক্রমণাত্মক ক্রিকেট খেলল তাতে মনে হল, টপ অর্ডারে অন্তত দুটো ৫০ রানের জুটি হলেই ম্যাচটা বার করে ফেলতে পারতাম। সেটা পারিনি। ইংল্যান্ড আমাদের চেয়ে ভাল খেলেছে।’‌ 

যদিও সিরিজে ১–২ পিছিয়ে পড়লেও খুব একটা চিন্তিত নন শুভমন গিল।